ধনতেরাসে সোনা-রুপোর গয়নায় বিশেষ ছাড়ের অফারে প্রলোভন দেখিয়ে জালিয়াতির ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা। কলকাতা জুড়ে এই ধরনের প্রতারণার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। প্রতারণা চক্রগুলি সোশ্যাল মিডিয়াতে গয়না বিক্রির ভুয়ো প্রোফাইল তৈরি করে সস্তায় গয়না কেনার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। শনিবার রাত পর্যন্ত কলকাতা পুলিসে মোট ২২টি এমন অভিযোগ জমা পড়েছে।
কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, ধনতেরাস উপলক্ষ্যে একাধিক ভুয়ো প্রোফাইল তৈরি করে সাইবার অপরাধীরা গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিচ্ছে, তবে সেই অর্ডারগুলি কখনওই ক্রেতার কাছে পৌঁছচ্ছে না। এ বিষয়ে পুলিস কমিশনার মনোজ ভার্মা শহরবাসীকে সতর্ক করে বলেছেন, ‘‘অফারের লোভে কেউ যেন ভুয়ো ওয়েবসাইট থেকে পেমেন্ট না করেন। কোন ওয়েবসাইটে টাকা দেবেন, সেটা ভালো করে যাচাই করুন। প্রতারিত হলে দ্রুত পুলিসের সঙ্গে যোগাযোগ করুন।’’
লালবাজারের সাইবার বিভাগের সূত্রে জানা যায়, দুর্গাপুজোর সময় জামাকাপড়ের ভুয়ো সাইটগুলো বেশ কয়েকজনকে প্রতারিত করেছে, এবার একই রকমভাবে ধনতেরাসে গয়নার ব্যবসায়ীদের ভুয়ো পেজ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অলঙ্কার কেনার উন্মাদনাকে কাজে লাগিয়ে প্রতারকরা গ্রাহকদের ফোনে প্রেরিত লিঙ্কে ক্লিক করিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এরপর গ্রাহকের ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ডাইভার্ট করে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
পুলিস জানাচ্ছে, প্রতারকরা ফেসবুক ও ইনস্টাগ্রামে জনপ্রিয় গয়নার বিপণির নাম ব্যবহার করে ভুয়ো পেজ তৈরি করছে। সেখানে নানা ধরনের ছাড়ের বিজ্ঞাপন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে প্রথমে অগ্রিম টাকা জমা নেওয়া হচ্ছে। পরে গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পরেও অর্ডারটি বাতিল দেখানো হচ্ছে, এমনকি প্রকৃত সংস্থাগুলির সাথেও এই ধরনের পেজের কোনও যোগসূত্র নেই।
শহরবাসীকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচাতে পুলিস সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক বার্তা দিয়েছে। পুলিসের মতে, এই ধরনের লোভনীয় অফার সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেখে আগ্রহী হওয়ার আগে সংস্থার সত্যতা যাচাই করে নিতে হবে এবং সন্দেহ হলে দ্রুত পুলিসের সাইবার সেলে যোগাযোগ করতে হবে।
বাচাই খবর পড়ুন এখানে