নিজস্ব প্রতিনিধি : পুজোর পর ফের গতি পেয়েছে দিদিকে বলো কর্মসূচি। শুক্রবার বরানগর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচি পালন করল তৃণমূল।
এই কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, বরানগর পৌরসভার উপ পুরপ্রধান জয়ন্ত রায়, ওয়ার্ডের কাউন্সিলার সরমা পাল এবং ৯নং ওয়ার্ডে কাউন্সিলার রামকৃষ্ণ পাল।
কর্মসূচির সূচনা হয় স্থানীয় একটি চায়ের দোকান থেকে। সেখানে মন্ত্রী তাপস রায় বক্তব্য রাখেন।
এরপর স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের সমস্যার কথা শোনেন।

উপ পৌরপ্রধান জয়ন্ত রায় জানান, ‘এলাকায় দিদিকে বলো কর্মসূচি চলছে। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলছি, তাঁদের সমস্যার কথা শুনছি।’
তাঁরা এলাকায় বিশিষ্ট শিক্ষক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এই জনসংযোগ প্রক্রিয়ার অঙ্গ হিসাবে তাঁরা স্থানীয় এক ব্যক্তির বাড়িতেই রাতের খাবার খাবেন বলে জয়ন্ত রায় জানিয়েছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।