Homeখবরকলকাতা'কিছু কাজ বাকি', দিঘায় এ বছর রথের চাকা গড়াবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী...

‘কিছু কাজ বাকি’, দিঘায় এ বছর রথের চাকা গড়াবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রকাশিত

কলকাতা: দিঘায় এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি তাঁর এক্স হ্যান্ডলে ঘোষণা করেন, “দিঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনও শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি।”

দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। মূর্তির প্রাণপ্রতিষ্ঠা কবে হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তার মধ্যেই এ বছর থেকে দিঘায় জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনের সম্ভাবনা শোনা যাচ্ছিল। প্রশাসনিক সূত্রেও জানা গিয়েছিল, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ-সড়ক তৈরির কাজ চলছিল। এই প্রস্তুতি দেখে অনেকের মনে হয়েছিল, এ বছর থেকেই দিঘায় রথযাত্রা শুরু হতে পারে।

বৃহস্পতিবার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির চত্বরে তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে রথগুলি নির্মাণ করা হয়েছে। প্রতিটি রথের উচ্চতা প্রায় ১৫ ফুট। একটি গাঢ় সবুজ, একটি কমলা এবং অন্যটি হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রথের মাথায় চূড়া বসানো হয়েছে। সূত্রের দাবি ছিল, পুরীর রথের আদলে তৈরি দিঘার রথের চূড়াগুলিকে শেষ মুহূর্তে রঙিন কাপড় দিয়ে মুড়ে ফেলা হবে। ইতিমধ্যেই রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিও এসে পৌঁছেছে, যদিও সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি। মন্দিরের অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরেই মূর্তিগুলিকে স্থাপন করা হবে বলে জানা গিয়েছিল।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, দিঘায় রথযাত্রা আয়োজনের সমস্ত প্রস্তুতি স্থগিত করা হয়েছে। পরের বছর রথযাত্রা আয়োজনের জন্য মন্দির নির্মাণ এবং অন্যান্য প্রস্তুতি সম্পূর্ণ করার ওপর জোর দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কারণ এর ফলে রথযাত্রার আয়োজন আরও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে। দিঘায় রথযাত্রা শুরু হলে এটি স্থানীয় পর্যটন এবং সংস্কৃতির একটি নতুন মাত্রা যোগ করবে।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

রেলমন্ত্রীর কাছে শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তুলল বিজেপি, কী যুক্তি দিলেন শমীক ভট্টাচার্য

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে একগুচ্ছ নতুন পরিষেবা চালু করেন। এই অনুষ্ঠানে বিজেপি শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানায়। রেলমন্ত্রী জানান, বিষয়টি বিবেচনা করবেন।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে পম্পা সেনশর্মার কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন

কলকাতা: পম্পা সেনশর্মার কিশোর কবিতা সংকলন ‘রং তুলি ক্যানভাস’-এর মোড়ক উন্মোচন হল মঙ্গলবার। ক্যালকাটা...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?