বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনে। মঙ্গলবার সাপুরজি আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সৃঞ্জয়কে। পেশায় আইটি কর্মী সৃঞ্জয়কে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় বিধাননগর সেবা হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই পুলিশ দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, পুলিশ সূত্রে জানা গেছে যে মঙ্গলবারই দেহের ময়নাতদন্ত করা হতে পারে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হবে এই ময়নাতদন্ত। তদন্তকারী আধিকারিকরা এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।
জানা গিয়েছে, ৪৭ বছর বয়সি রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হয় মাত্র ২৫ দিন আগে। সেই সময় আনন্দবাজার ডিজিটালকে সৃঞ্জয় বলেছিলেন, “১৩ বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা। এবার নিজের জীবন শুরু করছেন। আমি খুশি।” তিনি এ-ও জানিয়েছিলেন, দিলীপ ঘোষকে তিনি একজন বাবা হিসেবে মেনে নিয়েছেন এবং তাঁদের একাধিকবার কথাবার্তাও হয়েছে।
সেই আবেগঘন মন্তব্যের কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। আত্মহত্যা, দুর্ঘটনা না কি অন্য কোনও কারণ—সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রিঙ্কু মজুমদার বা দিলীপ ঘোষ, এখনও পর্যন্ত এই মৃত্যু নিয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেননি।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। নিউটাউনের অভিজাত আবাসনে কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।