Homeখবরকলকাতা‘অভয়া মঞ্চ’-র ডাকে সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি

‘অভয়া মঞ্চ’-র ডাকে সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৮৭ দিন। এই ঘটনা ঘিরে ৩টি আদালতে মামলা চলছে। বিচারের দাবিতে নানা ভাবে চলছে আন্দোলন। সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি।

‘অভয়া মঞ্চ’-র ডাকে আয়োজিত ওই কর্মসূচিতে যোগ দেন নানা বয়সের অসংখ্য মানুষ। কিশোর-কিশোরী থেকে বয়স্ক মানুষ পর্যন্ত। কর্মসূচি পালিত হয় কলেজ স্ট্রিট, রাসবিহারী মোড়, বেহালা, গড়িয়া মোড়, কাঁকুড়গাছি, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড, যাদবপুরে কফি হাউসের সামনে, বারাসাত, চুঁচুড়া, ব্যান্ডেল, উত্তরপাড়া ডক্টরস কোয়ার্টার-সহ নানা জায়গায়। বহু জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। চলে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হাতে মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন বয়সের মানুষ জমায়েতে যোগ দেন। একই ছবি দেখা যায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে এবং কফি হাউসের সামনে। সেখানেও রাস্তায় প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে চলে প্রতিবাদ। ফানুস উড়িয়ে ‘দ্রোহের আলো’ জ্বালানো হয় উত্তরপাড়া ডক্টরস কোয়ার্টারেও।

droher alo 2 04.11

যাদবপুর কফি হাউসের সামনে জমায়েত। ছবি: শ্রয়ণ সেন।

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে ৮০টিরও বেশি সংগঠন নিয়ে সপ্তাহখানেক আগেই তৈরি হয়েছে ‘অভয়া মঞ্চ’। ধর্ষণ-খুন কাণ্ডে ন্যায়বিচারের দাবির পাশাপাশি রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে হুমকি-সংস্কৃতির বিরুদ্ধেও আন্দোলন করার ডাক দিয়েছে অভয়া মঞ্চ।

অভয়া মঞ্চ বিচারের দাবিতে নানা কর্মসূচি নিচ্ছে। ৩০ অক্টোবর ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশালমিছিল আয়োজন করা হয়। সোমবার পালিত হল ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি। এর পর ৯ নভেম্বর শনিবার রানি রাসমণি রোডে আর একটি প্রতিবাদী জমায়েতের আয়োজন করা হবে। ওই জমায়েতের নাম দেওয়া হয়েছে ‘জনতার চার্জশিট’।  

সাম্প্রতিকতম

এই সব করদাতাদের জিএসটিআর-৭ ফাইল করার জন্য কোনও লেট ফি লাগবে না

জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই জিএসটি...

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

স্মার্টফোনকে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কী পরামর্শ কেন্দ্রীয় সরকারের

দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক...

মাতৃত্বের সংজ্ঞা বদলাচ্ছে কাব্য, ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার

প্রযুক্তির জগতে তুফান তুলে দিয়েছে কাব্য মেহরা। প্রযুক্তির সঙ্গে মানবিক শক্তির মেলবন্ধন ঘটিয়েছে কাব্য।...

আরও পড়ুন

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়, তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার। বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে। দক্ষিণবঙ্গে পারদ নেমে যেতে পারে ৭-১১ ডিগ্রির মধ্যে।

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করে নিরবচ্ছিন্ন স্ট্রিট লাইটিং নিশ্চিত করবে এনডিআইটিএ। প্রকল্পটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে