Homeখবরকলকাতামানিকতলা ভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ কল্যাণ চৌবের, ৮৯ বুথে পুনর্নির্বাচনের দাবি

মানিকতলা ভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ কল্যাণ চৌবের, ৮৯ বুথে পুনর্নির্বাচনের দাবি

প্রকাশিত

বিধায়ক সাধন পাণ্ডের কেন্দ্রেই এবার বিধানসভা নির্বাচনে মুখোমুখি হয়েছেন সাধন-পত্নী সুপ্তি পাণ্ডে ও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। বুধবার সম্পন্ন হয় এই কেন্দ্রের ভোটগ্রহণ, যা নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে গুরুতর অভিযোগ তুললেন।

কল্যাণ চৌবের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয়নি এবং বেশ কয়েকটি বুথে কোনও ভোটই হয়নি। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছেন তিনি। কল্যাণের অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে ৭-৮টি বুথে প্রায় ১০০ জন গুন্ডা-মস্তান ভয়ের পরিবেশ সৃষ্টি করে ভোট দিতে বাধা দিয়েছিল।

কল্যাণের আরও অভিযোগ, মঙ্গলবার রাতে বেলেঘাটায় কিছু ব্যক্তি রেসিডেনশিয়াল কমপ্লেক্সে গিয়ে ভোট না দেওয়ার জন্য লোকজনকে হুমকি দেয়। সেই কমপ্লেক্স ও বস্তির বাইরে ছেলেরা বসেছিল, যাতে ভোটাররা ভয়ে ভোট দিতে না যায়।

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, অনুমতি ছাড়াই সন্দেশখালিতে সিবিআই তদন্তের অভিযোগ, মামলা বৈধ বলল আদালত

বিজেপির দাবি, ২৭৭টি বুথে তাঁদের প্রায় ৩০০ জন এজেন্ট ছিল, যাদের বুথ থেকে বের করে দেওয়া হয়। এছাড়া, ৮০ শতাংশ বুথে তৃণমূলের লোকেরা উপস্থিত ছিল এবং নির্দ্বিধায় ভোট দেয়।

প্রার্থী কল্যাণ চৌবে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন করার কোনও প্রয়োজন নেই। তৃণমূল প্রার্থী দাঁড়াক, বিরোধীদের নমিনেশন প্রত্যাহার করতে বলা হোক। ভোট করে সময় আর সরকারের অর্থ নষ্ট করার দরকার নেই। কোনও বুথে এজেন্টের দরকার নেই। আমি এমনিই ওয়াকওভার দিয়ে দিতাম।”

বিজেপি প্রার্থী চান, বুথগুলির সিসিটিভি পরীক্ষা করা হোক। বিষয়গুলি আদালতেও তুলে ধরবেন বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। তাঁর মতে, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত নয়।বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কুণাল ঘোষ, পরেশ পালরা রাস্তার ধারে ফুটপাথে বসে ভোট করিয়েছেন। যদিও কুণাল সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদ মাধ্যমকে বলেন,‘“আমরা নিয়ম মেনে বসেছিলাম। গণতন্ত্রের উৎসব দেখছিলাম। বিজেপি হারবে বলে এ সব প্রলাপ বকছে।’’

সাম্প্রতিকতম

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে মুকুট চুরির ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের

খবর অনলাইনডেস্ক: বাংলাদেশের সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনায় কড়া...

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

আরও পড়ুন

নিরাপত্তা শিকেয়! পুলিশের নাকের ডগা দিয়ে এসএসকেএমএ হকি স্টিক, উইকেট নিয়ে তাণ্ডব, মাথা ফাটল রোগীর আত্মীয়ের

কলকাতার এসএসকেএম হাসপাতালে হকি স্টিক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়কে মারধর, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন।

নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ‘অন্য পুজো’র মঞ্চের সামনে মানুষের ঢল

কলকাতা: সক্কালেই হয়ে গিয়েছে সন্ধিপূজা। অষ্টমী পেরিয়ে নবমী পড়ে গিয়েছে সেই সাতসকালেই। আগামীকাল শনিবার...

শুক্রবার বিকালে ধর্মতলায় জমায়েতের ডাক ডাক্তারদের, সাধারণ মানুষকেও আহ্বান, এখনও আশঙ্কাজনক অনিকেত

চিকিৎসকদের যৌথ প্ল্যাটফর্ম মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তারদের দাবি মেটানোর অনুরোধ করেছে। অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত