কলকাতার বড়বাজারে আবারও বেপরোয়া বাসের দৌরাত্ম্যের শিকার সাধারণ মানুষ। সোমবার সকালে সত্যনারায়ণ পার্কের কাছে একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চার পথচারীকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয়েছে নাজু বিবি (৬০) নামে এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নাজু বিবির বাড়ি হাওড়ার সাঁকরাইলে। তাঁকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন কমলা দেবী (৫০), রমলা দেবী (৬০), লিলুয়ার নিশা মেহতা (৬৩) এবং নিকিতা কেজরিওয়াল (৩১)। প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সত্যনারায়ণ পার্কের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড়বাজার থানার পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়। আটক করা হয়েছে ঘাতক বাসের চালক ও খালাসিকে।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ধরনের বেপরোয়া বাস চালানো বড়বাজার এলাকায় প্রায়ই ঘটে। বাস চালকদের অসতর্কতা এবং আইন অমান্যের কারণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে শহরের যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা।