কলকাতা: কাতারে লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে দ্বৈরথ। বিশ্বকাপ ফুটবলের সেই মহারণের উত্তাপ কলকাতাতেও। লুসাইলে আন্তের্জিনা বনাম ফ্রান্স ম্যাচে খেলার ফল যা-ই হোক, দু’দেশকে নিয়েই মাতোয়ারা মহানগরী। রাজীব বসুর ক্যামেরায় উঠে এল তারই কিছু ঝলক।





খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।