কলকাতা: শনিবার বিকেলে শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে অবস্থিত একটি ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টে নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যস্ত স্টেশন চত্বরে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্টসার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আবার স্থানীয় সূত্রে জানা গেছে, ফুড কোর্টের একটি রোল কাউন্টার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।
ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরা ‘ফায়ার বল’ ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বিকেল পৌনে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের ফলে ফুড কোর্টটি পুরোপুরি পুড়ে খাক হয়ে যায়। আশেপাশের কিছু দোকানেরও ক্ষতি হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ফুড কোর্টের কর্মীরা খাবার এবং অন্যান্য সামগ্রী বাক্সে ভরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
স্টেশন চত্বরের নিকটেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড, মেট্রো স্টেশন এবং বিআর সিং হাসপাতাল। ফলে এলাকায় বহু মানুষের যাতায়াত ছিল। অগ্নিকাণ্ডের কারণে চত্বরজুড়ে হুড়োহুড়ি শুরু হয় এবং জনসাধারণ ভয় পেয়ে নিরাপদ স্থানে সরে যান।
দমকল সূত্রে জানা গেছে, হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত চলছে।
এই ধরনের ঘটনাগুলি এড়াতে স্টেশনের ফুড কোর্ট এবং অন্যান্য দোকানগুলিতে আগুনের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।