কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালেই আতঙ্ক ছড়াল নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায়। স্থানীয় একটি পাঁচতলা বহুতলের গোডাউনে আগুন লাগে, যা দ্রুত ভয়াবহ আকার নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা নাগাদ গোডাউন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘন জনবসতি ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন।
কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল আগুন?
সূত্রের খবর, গোডাউনে প্রচুর কাগজের বাক্স ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। সকালবেলার ব্যস্ত সময় হওয়ায় এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, ফলে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয়দের মধ্যে।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে গোডাউনে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। যদি কোনও গাফিলতি পাওয়া যায়, তবে গোডাউন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই, তবে বিপুল ক্ষতি
দমকলের এক আধিকারিক জানান, “প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গোডাউনে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।” যদিও হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
তদন্তে দমকল বিভাগ
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। গোডাউনে অগ্নি-নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথাযথ পর্যালোচনার প্রয়োজনীয়তা উঠে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।