Homeখবরকলকাতাসাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

প্রকাশিত

কলকাতা: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালেই আতঙ্ক ছড়াল নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায়। স্থানীয় একটি পাঁচতলা বহুতলের গোডাউনে আগুন লাগে, যা দ্রুত ভয়াবহ আকার নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা নাগাদ গোডাউন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘন জনবসতি ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনেন।

কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল আগুন?

সূত্রের খবর, গোডাউনে প্রচুর কাগজের বাক্স ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত ছিল, যা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। সকালবেলার ব্যস্ত সময় হওয়ায় এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, ফলে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয়দের মধ্যে।

দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে গোডাউনে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। যদি কোনও গাফিলতি পাওয়া যায়, তবে গোডাউন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই, তবে বিপুল ক্ষতি

দমকলের এক আধিকারিক জানান, “প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গোডাউনে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।” যদিও হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তদন্তে দমকল বিভাগ

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। গোডাউনে অগ্নি-নিরাপত্তার যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার যথাযথ পর্যালোচনার প্রয়োজনীয়তা উঠে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।

আরও পড়ুন

রাতে প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ

রাতের রক্ষণাবেক্ষণের কারণে ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ। বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক পুলিশ।

বেহালায় সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতিকে সম্মান কলকাতা পুরসভার

ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন হল বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে