কলকাতা: সেনাবাহিনীর অনুমতি না মেলায় এ বার ময়দানে বসছে না বাজি বাজার। পরিবর্তে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন বিবেকানন্দ পার্কে এই মেলা বসতে চলেছে।
১৯৯৫ সাল থেকে প্রতিবছরই কালীপুজোর আগে ময়দানে বসত বাজি বাজার। কিন্তু এ বার ময়দানে এই বাজার আয়োজন করার ব্যাপারে সেনাবাহিনী অনুমতি দেয়নি। ফলে তার জায়গা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বড়োবাজার আতসবাজি ব্যবসায়ী সংস্থা।
সংস্থার সচিব চিত্তরঞ্জন মাইতি বলেন, “বিবেকানন্দ পার্কে এই মেলা আয়োজন করার ব্যাপারে আমাদের অনুমতি দিয়েছে পুলিশ।” তবে প্রস্তাবিত তারিখ ১ নভেম্বর থেকে এই মেলা শুরু করা যাবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে। চিত্তরঞ্জনবাবু বলেন, “নতুন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তার পরে স্টল তৈরি করা হবে। ফলে কিছুদিন সময় লাগবে।” ১ নভেম্বরের বদলে ৩ নভেম্বর থেকে বাজি বাজার শুরু করা যাবে বলে মনে করছে এই সংস্থা।
আরও পড়ুন বিমানবন্দর চত্বরে ফানুস রুখতে কড়া দাওয়াই বিধাননগর পুলিশের
দু’তিন বছর আগেও এই মেলায় দেড়শোটি স্টল ছিল। কিন্তু গত বছর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪৪-এ। এই বাজার ছাড়াও উত্তর কলকাতার টালা এবং দক্ষিণ শহরতলির বেহালার বাজি বাজারগুলি ১ নভেম্বর থেকেই শুরু হবে।