কলকাতা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পশ্চিমবঙ্গে আসার আগেই চমক দিল আবহাওয়া। উত্তুরে হাওয়ার টানে মরশুমে প্রথম বার কুড়ি ডিগ্রির নীচে নেমে গেল কলকাতার পারদ।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই পারদ এক ধাক্কায় অনেকটাই কমে গেল।
শুধু কলকাতাই নয়, সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গের সর্বত্র। দক্ষিণবঙ্গে এ দিন সব থেকে কম পারদ রেকর্ড করা হয়েছে কাঁথি এবং পুরুলিয়ায়। দুই জায়গাতেই পারদ ছিল ১৫ ডিগ্রি।
বাঁকুড়া, আসানসোল, শ্রীনিকেতনে পারদ নেমেছে ১৭-১৮ ডিগ্রিতে। যদিও বর্ধমান, বহরমপুরে, পারদ কুড়ি ডিগ্রির ওপরেই রয়েছে।
আরও পড়ুন পুলিশ-আইনজীবী সংঘর্ষের ঘটনায় নতুন মোড়, চাঞ্চল্যকর দাবি মহিলা অফিসারের
এ দিন অবশ্য কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ায় আরও একটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে সূর্য। ঘূর্ণিঝড়ের ‘বুলবুল’-এর জন্য ধীরে ধীরে মেঘ ঢুকতে শুরু করেছে রাজ্যে।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হতে পারে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা। যদিও সারাদিন ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় দিনের বেলায় শীত শীত অনুভূত হতে পারে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।