heat wave bengal

কলকাতা: আশঙ্কাই সত্যিই হল। তাপপ্রবাহের কবলে পড়ল শহর কলকাতা। আগামী ৪৮ ঘণ্টাতেও এই পরিস্থিতি বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার রাতে হালকা ঝড়ে স্বস্তি পাওয়া গিয়েছিল। কিন্তু সে স্বস্তি ছিল নিতান্ত সাময়িক। শুক্রবার সকাল থেকেই ক্রমশ চড়তে শুরু করে পারদ। বেলা যত গড়িয়েছে সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার দিকে এগিয়েছে পারদ।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে শুক্রবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দমদমে পারদ ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এ ছাড়াও শহরের বিভিন্ন পাম্পিং স্টেশনের তা তথ্য পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলকাতার কার্যত সব জায়গাতেই চল্লিশ ছাড়িয়েছে তাপমাত্রা। কোথাও কোথাও ৪২ পেরিয়ে গিয়েছে। একবার দেখে নিই শহরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা।

আলিপুর- ৪০,  দমদম-৪০.৪, বালিগঞ্জ-৪২.৭, এসপ্ল্যানেড- ৪০.৩, পাটুলি- ৪১.১, উলটোডাঙা- ৪১.৬, বরাহনগর-৩৯.৫, জোকা-৪১.৩।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেড়ে গেলেই তাকে তাপপ্রবাহ বলা হয়। এই মুহূর্তে শহরের পারদ স্বাভাবিকের থেকে অন্তত ছ’ডিগ্রি বেড়ে গিয়েছে। সুতরাং শহর সরকারি ভাবেই তাপপ্রবাহের কবলে পড়েছে।

এই পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার হয়তো এক ডিগ্রি কম থাকতে পারে পারদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here