Homeখবরকলকাতাআরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দিল হাইকোর্ট

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দিল হাইকোর্ট

প্রকাশিত

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের ভার এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মর্মে রায় ঘোষণা করেন। তিনি রাজ্য সরকারের তরফে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর তদন্তের প্রস্তাব খারিজ করে দেন এবং সিবিআইকে নির্দেশ দেন, শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিটের কাছ থেকে সমস্ত নথিপত্র সংগ্রহ করতে। এছাড়াও, সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে বলা হয়েছে।

এই মামলার সূত্রপাত ঘটে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি গত বুধবার হাইকোর্টে এই মামলার শুনানিতে ইডি তদন্তের আর্জি জানান। অভিযোগে বলা হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়ো-মেডিক্যাল বর্জ্য পাচার ও তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

বিচারপতি ভরদ্বাজ পর্যবেক্ষণ করেন যে, একাধিক তদন্তকারী সংস্থার হাত ধরে তদন্ত করলে এটি জটিল ও সময়সাপেক্ষ হতে পারে। সেজন্য, হাই কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের পাশাপাশি এই আর্থিক দুর্নীতির মামলাটিও সিবিআই-কে তদন্ত করতে বলা হয়েছে।

আরজি কর মামলা: চিকিৎসকদের ‘অমানবিক কাজের সময়সূচি’ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত ইতিমধ্যেই সিবিআই করছে, যা হাই কোর্টের পূর্ববর্তী নির্দেশে শুরু হয়। এবার আর্থিক দুর্নীতির তদন্তের ভারও সিবিআই-এর হাতে দেওয়ায়, মামলার পরিসর আরও বড় আকার ধারণ করেছে।

রাজ্যের তরফে সিট গঠনের প্রস্তাব খারিজ হওয়ায়, হাইকোর্টের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সংস্থার প্রতি আরও আস্থা প্রদর্শন করেছে, যা মামলাটিকে নতুন মাত্রা দিচ্ছে।

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

বেহালায় সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতিকে সম্মান কলকাতা পুরসভার

ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন হল বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

তীব্র গরমের পর কলকাতায় স্বস্তির বৃষ্টি, দক্ষিণ ও উত্তরবঙ্গে কালবৈশাখীর সতর্কতা

কলকাতায় স্বস্তির বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কতা। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে