কলকাতা হাই কোর্টে ইউটিউবে সরাসরি সম্প্রচার চলাকালীন হঠাৎই ভেসে উঠল আপত্তিকর ভিডিয়ো, যা দেখে স্তম্ভিত হয়ে যান আদালতে উপস্থিত সকলে। সোমবার অবকাশকালীন বেঞ্চের একক শুনানির সময় এই ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসতেই দ্রুত সম্প্রচার বন্ধ করা হয় এবং ঘটনার কারণ অনুসন্ধানে আদালত পদক্ষেপ নিয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রচার পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাকে অবিলম্বে জানানো হয়েছে এবং হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা হাই কোর্ট বর্তমানে পুজোর ছুটির মধ্যে থাকলেও, অবকাশকালীন বেঞ্চে বিচারপতি শুভেন্দু সামন্তের একক বেঞ্চের শুনানির সরাসরি সম্প্রচারের সময়ই ঘটনাটি ঘটে। বিচারপতি সামন্তের বেঞ্চের শুনানি শুক্রবার বসার কথা থাকলেও, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সেটি স্থগিত করা হয় এবং পরিবর্তে সোমবার এই বেঞ্চের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই প্রথমবার নয়, এ ধরনের ঘটনা আগেও ভারতের শীর্ষ আদালত এবং অন্যান্য হাই কোর্টের সরাসরি সম্প্রচারে ঘটেছে। চলতি বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলও হ্যাক করে সেখানে আমেরিকার ক্রিপ্টোকারেন্সি সংস্থার বিজ্ঞাপন দেখানো হয়। এর আগে কর্নাটক হাই কোর্টের বেশ কয়েকটি বেঞ্চে ভিডিও কনফারেন্সিংয়ের সময়ও আপত্তিকর ভিডিয়ো ফুটেজ দেখা গিয়েছিল।
আদালতের সরাসরি সম্প্রচারে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে হাই কোর্ট চিন্তাভাবনা শুরু করেছে।