Homeখবরকলকাতাট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নিউ আলিপুরের এক নবদম্পতির ইউরোপে হানিমুন স্বপ্ন এক ধাক্কায় দুঃস্বপ্নে বদলে গেল। প্রায় ৭.৬ লক্ষ টাকা খোয়ালেন তাঁরা এক ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে।

দম্পতির অভিযোগ, দক্ষিণ কলকাতার Survey Park–East Jadavpur এলাকায় অফিস থাকা একটি ট্রাভেল এজেন্সি ইউরোপ ট্যুরের নামে তাঁদের কাছ থেকে টানা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একাধিক ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ৭.৬ লক্ষ টাকা নেয়। মে মাসের ১৪ তারিখ থেকে তাঁদের ইউরোপ ট্যুর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের মাত্র তিন দিন আগে, এজেন্সির তরফে তাঁদের কাছে একটি মেসেজ আসে—ট্যুর বাতিল করে দেওয়া হয়েছে। কোনও ব্যাখ্যা বা রিফান্ডের হদিশ মেলেনি।

দম্পতির কথায়, “আমাদের শুধু ডামি বুকিং দেখানো হয়েছিল, যেগুলোর কোনও ফ্লাইট বা হোটেল কনফার্মেশন ছিল না। ফলে ভিসার জন্য প্রয়োজনীয় ট্র্যাভেল ভাউচারও জোগাড় করা যায়নি।” ওই ব্যক্তি একজন নতুন সংস্থার পার্টনার বলে জানিয়েছেন।

দম্পতির অভিযোগের ভিত্তিতে পুলিশ এজেন্সির দুই মালিকের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে। জানা গেছে, অভিযুক্তরা রিফান্ড দেওয়ার অঙ্গীকারে জুন ২৭ তারিখে দুটি পোস্ট–ডেটেড চেক দিয়েছিল, যার প্রত্যেকটি ৩.৮ লক্ষ টাকার। তবে সেই চেক বাস্তবে ক্যাশ না হওয়ার আশঙ্কাও প্রবল।

শহরে একের পর এক ট্রাভেল প্রতারণা

এই ঘটনা একা নয়। কয়েক দিন আগেই হুগলির চুঁচুড়ায় এক ট্রাভেল এজেন্টকে ৫.২ কোটি টাকার বিমান টিকিট প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আবার একবালপুর থানায় এক ব্যক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভুয়ো ট্যুর প্যাকেজ দেখিয়ে প্রায় ২ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ।

পুলিশের পরামর্শ ও সতর্কতা

লালবাজারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “ভোটার, পাসপোর্ট বা প্যান কার্ডের মতো প্রমাণ না থাকলে যেকোনও ট্রাভেল এজেন্সি থেকে পুরো টাকা আগাম দেবেন না। বুকিংয়ের আগে সব তথ্য যাচাই করুন। হোটেল বা এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। সব সময় নথিভুক্ত ও স্বীকৃত ট্রাভেল এজেন্সির সঙ্গেই লেনদেন করুন।”

পুলিশ ও সাইবার সেলের তরফে নাগরিকদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে:

  • ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না।
  • ভুয়ো বা অস্পষ্ট নথিপত্র পেলে সতর্ক হোন।
  • ট্যুরের আগে বিস্তারিত ইটিনারারি ও রসিদ সংগ্রহ করুন।
  • যেকোনও সন্দেহজনক ট্রাভেল অফার বা এজেন্সির বিরুদ্ধে অভিযোগ নিকটবর্তী থানায় জানান।
  • উপভোক্তা সুরক্ষা দফতরের সঙ্গেও যোগাযোগ করুন।

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”

কলকাতা সহ আশেপাশের শহরে বেড়ে চলেছে এই ধরনের ট্রাভেল জালিয়াতির ঘটনা। সামান্য অসতর্কতাতেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। তাই ট্রাভেল বুকিংয়ের আগে সাবধান হোন, যাচাই করুন এবং প্রমাণসহ লেনদেন করুন।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।