Homeখবরকলকাতানবমীর সন্ধ্যায় ধর্মতলায় ‘অন্য পুজো’র মঞ্চের সামনে মানুষের ঢল

নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ‘অন্য পুজো’র মঞ্চের সামনে মানুষের ঢল

প্রকাশিত

কলকাতা: সক্কালেই হয়ে গিয়েছে সন্ধিপূজা। অষ্টমী পেরিয়ে নবমী পড়ে গিয়েছে সেই সাতসকালেই। আগামীকাল শনিবার বিজয়াদশমী। দেখতে দেখতে পুজো পেরিয়ে যাচ্ছে। ঠাকুর দেখার সময় ক্রমশ কমে আসছে। তাই শুক্রবার সন্ধ্যায় কলকাতা মহানগরীর দুর্গাপূজা মণ্ডপগুলিতে প্রচণ্ড ভিড়। কিন্তু এদিন সন্ধ্যায় সেই ভিড়কেও ছাপিয়ে গেল ধর্মতলার ভিড়।

কিন্তু এখানে তো কোনো পুজো নেই। নেই আলোর রোশনাইও। তা ছাড়া এই অঞ্চল পার্ক স্ট্রিটও নয়। তাই মাত্রাতিরিক্ত আলোকমালার অত্যাচারও নেই। আছে রাতের স্বাভাবিক আলো। সেখানেই মঞ্চ করে বসে আছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের সেই অনশনমঞ্চের সামনে শুক্রবার সন্ধ্যায় জনজোয়ার, যা মহানগরীর যে কোনো বিখ্যাত পূজামণ্ডপকে হার মানাবে।

dharmatala anashan mancha 2 12.10

শুক্রবার বিকালে ধর্মতলায় জমায়েতের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর পক্ষ থেকে দেবাশিস হালদার শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলন করেন। সেই সম্মেলন থেকে তিনি নাগরিক সমাজকে অনুরোধ করেন তাঁদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে এগিয়ে আসতে। দেবাশিসের আবেদন, “আমাদের সহযোদ্ধাদের সাহসিকতা ও সংকল্পের লড়াইয়ে পাশে দাঁড়ান, আপনারা আমাদের শক্তি।”

সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ দুপুর থেকেই ভিড় জমাতে শুরু করেন ধর্মতলায়। পুজোর দিনগুলোয় শহরের অন্যান্য জায়গার তুলনায় ধর্মতলা অঞ্চলে ভিড় কম থাকে। কিন্তু এদিন ছবিটা ছিল অন্য। দুপুরের পর থেকেই ধর্মতলায় ডাক্তারদের অনশনমঞ্চের কাছে মানুষের ঢল নামতে শুরু করে। একটা সময় অনশনমঞ্চের সামনের রাস্তা দিয়ে তথা মেট্রো হলের সামনের রাস্তা দিয়ে যানবাহন চলছিল। কিন্তু দুপুরের পর থেকে তা একেবারে বন্ধ হয়ে যায়। মানুষের ভিড়ের কারণে কলকাতা পুলিশ কার্যত বাধ্য হয়েই ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

dharmatala anashan mancha 3 12.10

অনশনমঞ্চের সামনে ব্যারিকেড দিয়ে ঘেরা। তবে ব্যারিকেডের বাইরের জায়গাটি ছিল সাধারণ মানুষের দখলে। সব বয়সের মানুষই জমা হয়েছিল সেখানে – তরুণ-তরুণী থেকে বয়স্করা। এমনকি শিশুদেরও দেখা গেল সেখানে। বড়োদের হাত ধরে চলে এসেছে। অনেকেই রাস্তায় বসে ছবি আঁকছেন, কেউ বা স্লোগান লিখছেন, অনেকে স্লোগান দিচ্ছেনও, সম্মেলক গানও হচ্ছে। হাতে জাতীয় পতাকা থেকে শুরু করে পোস্টার পর্যন্ত। আর অসংখ্য ‘ফ্ল্যাশলাইটে’ আলো ম্লান হয়ে গিয়েছে রাস্তার আলো।

ডাক্তারদের ওই জমায়েতে শামিল হওয়ার জন্য রাজ্য বামফ্রন্টও সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছিল। ফ্রন্টের তরফে বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে শুক্রবার বিকালে ধর্মতলায় ডাক্তারদের ডাকা সমাবেশে যোগ দিতে অনুরোধ করা হয়েছিল। তবে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল কেউ যেন কোনোরকম সাংগঠনিক পতাকা নিয়ে না আসেন। সবাই যেন নাগরিক হিসাবেই কর্মসূচিতে যোগ দেন।

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

৫ জুন সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসে বড়িশার ঐতিহ্যবাহী দুর্গাদালানে আয়োজিত হল বার্ষিক রাগসঙ্গীত বৈঠক ‘মূর্ছ্ছনা’। একাধিক শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ দর্শক।

রেপো রেট কমায় ফের উজ্জীবিত কলকাতার সস্তার আবাসন বাজার, বাড়ছে বিক্রির আশা

রিজার্ভ ব্যাঙ্কের ১% রেপো রেট হ্রাসে বাড়ি কেনা আরও সস্তা, কলকাতায় ৫০ লক্ষ টাকার কম মূল্যের ফ্ল্যাটের বিক্রি বাড়ার আশায় রিয়েল এস্টেট সংস্থাগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে