Homeখবরকলকাতাআরজি কর কাণ্ডের বিচারের দাবিতে পাটুলি থেকে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাস বরাবর...

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে পাটুলি থেকে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাস বরাবর অভিনব মানববন্ধন

প্রকাশিত

কলকাতা: আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পর ২৫টা দিন কেটে গেল। দোষীদের শাস্তির দাবিতে নাগরিকদের আন্দোলনে ভাটা তো পড়েইনি, উপরন্তু জোরদার হচ্ছে দিন দিন। রাজনৈতিক দলগুলো আলাদা করে কর্মসূচি নেওয়ার পাশাপাশি অরাজনৈতিকভাবে যে আন্দোলন সংগঠিত হচ্ছে তা এককথায় নজিরবিহীন। এ ধরনের গণ-আন্দোলন বাংলা আগে কখনও দেখেছে বলে মনে পড়ে না। সমাজের সব স্তরের মানুষ, সব পেশার মানুষ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে সোমবার-মঙ্গলবার কলকাতা দেখল জুনিয়র ডাক্তারদের আন্দোলন। শেষ পর্যন্ত ডাক্তারদের দাবির কাছে নতিস্বীকার করে মিছিলকে লালবাজারের অনেকটা কাছে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে হল পুলিশকে। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে হল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।

human chain 2 04.09

ইএম বাইপাসে মানববন্ধন। ছবি: রাজীব বসু।

এবার ‘জাস্টিস ফর আরজি কর’ আন্দোলনে শামিল হলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত পেশাদারেরা। মঙ্গলবার বিকেলে ইএম বাইপাস বরাবর তাঁরা পালন করলেন মানববন্ধন কর্মসূচি। এই পেশার সঙ্গে যুক্ত নির্দিষ্ট কোনো সংগঠন এই কর্মসূচির ডাক দেয়নি। তবে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিল।

দক্ষিণের পাটুলি থেকে সন্তোষপুর কানেক্টর, রুবি, সায়েন্স সিটি হয়ে উল্টোডাঙা পর্যন্ত ১৭ কিমি দীর্ঘ ইএম বাইপাসের বিভিন্ন জায়গায় এই অভিনব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাইপাসের ধারে হাতে হাতে মিলিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে আরজি কর-কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে সুশৃঙ্খল ভাবে মানববন্ধন কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার মানুষ। শুধু চিকিৎসা পেশার সঙ্গে যুক্তরাই নন, সাধারণ মানুষজনও এই কর্মসূচিতে শামিল হন। এমন ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় যে কোথাও যান চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি।

cpim procession 04.09

সিপিএমের মহামিছিল। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। ছবি: রাজীব বসু।

সিপিএমের মহামিছিল

আরজি কর কাণ্ডে ন্যায়বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে এবং স্বাস্থ্য-দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলকাতা দেখল বামেদের মহামিছিল। ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’— এই আহ্বানকে সামনে রেখে মিছিল শুরু হয় রাজাবাজার ট্রাম ডিপো থেকে। মিছিল যাওয়ার কথা ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত। কিন্তু পুলিশ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মিছিল আটকে দেয়।

বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ বাম নেতারা নেতাজি মূর্তির সামনে রাস্তায় বসে পড়েন। কার্যত চলে অবরোধ।

আরও পড়ুন 

পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা, অবস্থান তুলে নেওয়া হলেও চলবে কর্মবিরতি-ধর্না

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান, চলছে কর্মবিরতিও

কলকাতা: মঙ্গলবার দুপুরে সল্ট লেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে গেলেন আন্দোলনরত...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?