Homeখবরকলকাতাকলকাতায় স্কুল বাস ও পুলকারে স্পিড লিমিটার ও প্যানিক বাটন বাধ্যতামূলক, রঙ...

কলকাতায় স্কুল বাস ও পুলকারে স্পিড লিমিটার ও প্যানিক বাটন বাধ্যতামূলক, রঙ নিয়েও বিশেষ নির্দেশ

প্রকাশিত

কলকাতা: স্কুলগামী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কলকাতার সকল স্কুল বাস ও পুলকারে গাড়ির অবস্থান ট্র্যাকিং ডিভাইস, প্যানিক বাটন এবং স্পিড লিমিটার বসাতে হবে। রাজ্য পরিবহন দফতর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়েছে, স্কুলবাস ও পুলকারের সর্বাধিক গতি ৪০ কিমি/ঘণ্টা রাখতে হবে।

পরিবহন সচিব সৌমিত্র মোহন এই নির্দেশিকা জারি করেছেন। এতে বলা হয়েছে, “সমস্ত স্কুল বাসকে হলুদ রঙে রঙ করতে হবে এবং গাঢ় নীল রঙের একটি ব্যান্ড থাকতে হবে, যেখানে সাদা রঙে স্কুলের নাম লেখা থাকবে।”

স্কুল বাসের সামনের, পিছনের এবং পাশের অংশে বড় করে ‘SCHOOL BUS’ লিখতে হবে। এছাড়া, বাসের অভ্যন্তরে পর্যাপ্ত সাদা আলো রাখতে হবে যাতে বাইরের থেকে ভেতরের কার্যকলাপ দেখা যায়। স্কুল বাসে পর্দা বা ফিল্ম লাগানো কাচ ব্যবহার করা যাবে না।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল বাসে যথাযথভাবে সুরক্ষিত স্কুল ব্যাগ রাখার স্থান থাকতে হবে, ফায়ার এক্সটিঙ্গুইশার এবং ফার্স্ট-এইড বক্স থাকতে হবে এবং প্রতিটি আসনে সিটবেল্ট সরবরাহ করতে হবে।

স্কুল কর্তৃপক্ষের যোগাযোগের বিবরণ, স্থানীয় পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমের নম্বর এবং চাইল্ড লাইন হেল্পলাইনের নম্বর বাসের ভেতরে ও বাইরে সুস্পষ্টভাবে প্রদর্শিত থাকবে।

কোনও নরম ছাদযুক্ত গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না এবং অনুমোদিত ক্ষমতার অতিরিক্ত আসন স্থাপন করা যাবে না।

এই নির্দেশিকা তৈরি করার সময় বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে – পরিবহন দফতর, স্কুল শিক্ষা দফতর, পুলিশ, স্কুল কর্তৃপক্ষ, বাস অপারেটর ও পুলকার অপারেটর, নাগরিক সমাজ সংস্থা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

এই নতুন নিয়মগুলি কার্যকর হলে স্কুলগামী শিশুদের যাতায়াতের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

আর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আর জি কর ধর্ষণ-হত্যার মামলার বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানোর আর্জি খারিজ...

ক্রেডিট কার্ড থেকে কী ভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন?

ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক ধরনের বিল পরিশোধ করা সম্ভব হলেও, কিছু নির্দিষ্ট অর্থপ্রদান যেমন...

জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৫: আধার প্রমাণীকরণ নিয়ে এনটিএ-এর নতুন নির্দেশিকা, জানুন কী ভাবে কাজটি করবেন

হেডিং: জেইই Slug: Tags: #JEEMain2025 #NTA #AadhaarAuthentication #JEEMainGuide জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) সম্প্রতি জেইই মেইন...

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।...

আরও পড়ুন

শহরের দুই সরোবর বন্ধ, ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করল পুরসভা

কলকাতা: আজ ছটপুজো। প্রথা অনুযায়ী আজ সন্ধ্যায় এবং কাল শুক্রবার সকাল পালিত হবে পুজো।...

পোস্তায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার কলকাতার পোস্তায় মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই চন্দননগরের...

দুর্ঘটনা এড়াতে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে আটকানোর প্রস্তাব পুলিশের

কলকাতা: পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে পাকাপাকি ভাবে আটকে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে