Homeখবরকলকাতাকলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’-র অভূতপূর্ব সাফল্য, প্রতিদিন ৯০০ ক্রেতা

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’-র অভূতপূর্ব সাফল্য, প্রতিদিন ৯০০ ক্রেতা

প্রকাশিত

কলকাতা বিমানবন্দরের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCBI) অবস্থিত ‘উড়ান যাত্রী ক্যাফে’ যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রথম মাসেই এই সাশ্রয়ী মূল্যের ক্যাফেতে প্রতিদিন প্রায় ৯০০ জন ক্রেতা আসছেন বলে জানিয়েছে পিটিআই।

এই ক্যাফে, যা দেশের প্রথম এবং একমাত্র ‘সাশ্রয়ী খাদ্য আউটলেট’, মাত্র ১০ টাকায় চা এবং ২০ টাকায় সিঙ্গারা ও মিষ্টি সরবরাহ করছে। যেখানে সাধারণত বিমানবন্দরের খাবারের দাম বহুগুণ বেশি হয়।

নাগরিক বিমান মন্ত্রক এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) যৌথ উদ্যোগে এই ক্যাফে তৈরি করা হয়। এটি চালু করার মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের জন্য উচ্চ মূল্যের খাবারের সমস্যার সমাধান। এক সমীক্ষায় দেখা গেছে, বিমানবন্দরের খাবারের দাম রেস্তোরাঁগুলোর তুলনায় ১০০-২০০% বেশি।

গত বছরের ২১ ডিসেম্বর, বিমানবন্দরের শতবর্ষ উদযাপনের সময়, নাগরিক বিমান মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু এই ক্যাফের উদ্বোধন করেন। তিনি বলেন, “ভারতীয়দের জন্য বিমানযাত্রা আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করা আমার লক্ষ্য। কলকাতা বিমানবন্দরের উড়ান যাত্রী ক্যাফে সেই লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ।”

মন্ত্রী আরও জানান, প্রথম মাসেই যাত্রীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে দেশের অন্যান্য বিমানবন্দরেও এমন সাশ্রয়ী মূল্যের ক্যাফে চালু করার সম্ভাবনার কথা বিবেচনা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

ফোর্ট উইলিয়ামের নতুন নাম ‘বিজয় দুর্গ’, রাসেল ব্লকের নতুন নাম ‘বাঘাযতীন ব্লক’

ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো ‘বিজয় দুর্গ’। বিপ্লবী বাঘাযতীনের স্মরণে একটি ব্লকের নামকরণও করা হয়েছে।

সিসি ছাড়াই দেড় হাজার আবাসন, সমস্যায় ১০ হাজার ফ্ল্যাট মালিক

রাজপুর সোনারপুর পুরসভায় দেড় হাজার আবাসনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট (সিসি) নেই, সমস্যায় অন্তত ১০ হাজার ফ্ল্যাট মালিক। মিউটেশন ও কর সংক্রান্ত জটিলতা বাড়ছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে