কলকাতা বিমানবন্দরের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (NSCBI) অবস্থিত ‘উড়ান যাত্রী ক্যাফে’ যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রথম মাসেই এই সাশ্রয়ী মূল্যের ক্যাফেতে প্রতিদিন প্রায় ৯০০ জন ক্রেতা আসছেন বলে জানিয়েছে পিটিআই।
এই ক্যাফে, যা দেশের প্রথম এবং একমাত্র ‘সাশ্রয়ী খাদ্য আউটলেট’, মাত্র ১০ টাকায় চা এবং ২০ টাকায় সিঙ্গারা ও মিষ্টি সরবরাহ করছে। যেখানে সাধারণত বিমানবন্দরের খাবারের দাম বহুগুণ বেশি হয়।
নাগরিক বিমান মন্ত্রক এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) যৌথ উদ্যোগে এই ক্যাফে তৈরি করা হয়। এটি চালু করার মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের জন্য উচ্চ মূল্যের খাবারের সমস্যার সমাধান। এক সমীক্ষায় দেখা গেছে, বিমানবন্দরের খাবারের দাম রেস্তোরাঁগুলোর তুলনায় ১০০-২০০% বেশি।
গত বছরের ২১ ডিসেম্বর, বিমানবন্দরের শতবর্ষ উদযাপনের সময়, নাগরিক বিমান মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু এই ক্যাফের উদ্বোধন করেন। তিনি বলেন, “ভারতীয়দের জন্য বিমানযাত্রা আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করা আমার লক্ষ্য। কলকাতা বিমানবন্দরের উড়ান যাত্রী ক্যাফে সেই লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ।”
মন্ত্রী আরও জানান, প্রথম মাসেই যাত্রীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে দেশের অন্যান্য বিমানবন্দরেও এমন সাশ্রয়ী মূল্যের ক্যাফে চালু করার সম্ভাবনার কথা বিবেচনা করা হচ্ছে।
Since the day I took oath as Civil Aviation Minister, my mission has been to make air travel more affordable and accessible for every Indian. The UDAN Yatri Cafe at Kolkata Airport, India’s first affordable food outlet at an airport, is a significant step in that direction. As it… pic.twitter.com/yRkdn98b2R
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) January 21, 2025