
কলকাতা: সারা বিশ্বের সঙ্গে কলকাতা এবং পশ্চিমবঙ্গের সর্বত্র সোমবার পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষার দাবিকে কেন্দ্র করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল, সেই বাংলাভাষীরা বিশ্বের সর্বত্র এই দিনটি সাড়ম্বর উদযাপন করেন। এই দিন স্মরণ করা হয় ভাষা শহিদদেরও।
এ দিন সকাল থেকে সরকারি ও বেসরকারি স্তরে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় এ দিন সকালে দেশপ্রিয় পার্কে। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রীসভার কিছু সদস্য এবং সাংস্কৃতিক জগতের মানুষজন।
অনুষ্ঠানের শুরুতে স্মারকস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী ও বিদ্বজ্জনেরা। এঁদের মধ্যে ছিলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, প্রতুল মুখোপাধ্যায়, সুবোধ সরকার, জয় গোস্বামী, শুভাপ্রসন্ন, শ্রীজাত, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইমন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ প্রমুখ।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফেও এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষাশহিদ দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে শহরে একটি মিছিল বের করা হয়।
ছবি: রাজীব বসু
আরও পড়তে পারেন
রাশিয়া-ইউক্রেন সংঘাতে স্টক বিক্রির হিড়িক, আরও ধসতে পারে শেয়ার বাজার
ইউক্রেনের ‘স্বাধীন’ দুই অঞ্চলে বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি আমেরিকার
তাপমাত্রায় স্থিতাবস্থা, সপ্তাহের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে
সাড়ে ১৩ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, সক্রিয় রোগী ২ লক্ষের নীচে
৬৭৬ দিনে প্রথম বার মুম্বইয়ে দৈনিক কোভিড সংক্রমণ নামল একশোর নীচে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।