Homeখবরকলকাতাযাদবপুরের অধ্যাপক মৈনাক পাল-এর অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া শিক্ষকমহলে

যাদবপুরের অধ্যাপক মৈনাক পাল-এর অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া শিক্ষকমহলে

প্রকাশিত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পাল (৪৪) অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন । উত্তরাখণ্ডের লালকুয়াঁ এলাকার একটি হোটেল থেকে শনিবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। হোটেল কর্মীরা দরজা ভেঙে শৌচালয়ে মৈনাকের দেহ পড়ে থাকতে দেখেন। গলা ও হাত ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল, ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে ছিল। প্রাথমিক তদন্তে একে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে, তাঁর এই মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে এবং ঘটনাটি ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মৈনাক দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ড বেড়াতে গিয়েছিলেন। তবে ফেরার সময় একাই ছিলেন এবং লালকুয়াঁর হোটেলে ওঠেন। শনিবার সন্ধ্যায় মৈনাকের পরিবারের তরফে তাঁর ফোন না তোলার বিষয়টি জানানো হলে, হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দেহ উদ্ধার করে।

মৈনাক পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক এবং যাদবপুর থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। সরকারি কলেজে পড়ানোর পর তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০২২ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। পরে যাদবপুরে অধ্যাপক হিসাবে যোগ দেন। মৈনাকের সহকর্মীরা তাঁর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না।

যাদবপুরের জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “মৈনাক অত্যন্ত মেধাবী ও মিতভাষী ছিলেন। ছাত্রদের কাছে খুব প্রিয় ছিলেন। তাঁর মৃত্যু বিশ্ববিদ্যালয়ের বড় ক্ষতি।” প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, “উনি শুধু দর্শন নয়, বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতেন। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন।” যাদবপুরের সহ-উপাচার্য অমিতাভ দত্ত বলেন, “তাঁর গবেষণার দক্ষতা এবং শিক্ষার প্রতি নিষ্ঠা সকলকে মুগ্ধ করত।”

মৈনাকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী ও কন্যা কলকাতায় রয়েছেন। তাঁর দেহ উত্তরাখণ্ড থেকে কলকাতায় আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় তাঁর দেহ শহরে এসে পৌঁছানোর কথা।

পাহাড় ছিল মৈনাকের প্রিয় জায়গা। ছুটি পেলেই তিনি পাহাড়ে ছুটে যেতেন। সেই উত্তরাখণ্ডেই জীবনাবসান ঘটল তাঁর। সহকর্মী এবং শিক্ষকমহলে তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।

সাম্প্রতিকতম

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার, কবে হাতে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬...

ভারতবর্ষে ইউনিসেফের ৭৫ বছর পূর্তি উদযাপনে স্মারক ডাকটিকিট প্রকাশ

ইউনিসেফের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। শিশুদের অধিকার ও উন্নয়নে এই উদ্যোগের বিশেষ তাৎপর্য রয়েছে।

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

লাদাখে শীতকালীন অভিযানের জন্য সেনার সর্বাধুনিক যান মোতায়েন, কী এই অল-টেরেইন ভেহিকল

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-তে শীতকালীন অভিযানের প্রস্তুতি জোরদার করতে সর্বাধুনিক অল-টেরেইন ভেহিকল (এটিভি)...

আরও পড়ুন

দূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে অবৈধ দখলদারি এবং আবর্জনা পোড়ানোর ওপর নজর রাখতে ড্রোন মোতায়েন করছে কলকাতা পুলিশ। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু।

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করে নিরবচ্ছিন্ন স্ট্রিট লাইটিং নিশ্চিত করবে এনডিআইটিএ। প্রকল্পটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা।

‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

কলকাতা: ‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে