Homeখবরকলকাতাসুপ্রিম কোর্টের শুনানির আগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা, শহরে ৭ মিছিল,...

সুপ্রিম কোর্টের শুনানির আগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা, শহরে ৭ মিছিল, জেলাতে চলছে কর্মসূচি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের শুনানির আগে রবিবার সন্ধ্যায় কলকাতার সাতটি এলাকায় মশাল মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, জেলার মেডিক্যাল কলেজগুলিতেও প্রতিবাদে শামিল হন তাঁরা। মিছিলে শোক নয়, দ্রোহের স্লোগান শোনা যায়।

প্রধান মিছিলটি মেডিক্যাল কলেজ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হয়, এছাড়া এনআরএস, সাগর দত্ত, আরজি কর, এবং কেপিসি মেডিক্যাল কলেজ থেকে পৃথক মিছিল বের হয়। চিকিৎসকদের দাবি, যতদিন না সঠিক বিচার হচ্ছে, ততদিন তাঁদের প্রতিবাদ চলবে। সাধারণ মানুষও তাঁদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছেন। বুধবার মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়াও, ধর্মতলায় মহাসমাবেশেরও পরিকল্পনা রয়েছে।

ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়ার ডাক্তারদের সোমবার সুপ্রিম কোর্টের শুনানি দেখে সিদ্ধান্ত

মেডিক্যাল কলেজ থেকে এসপ্ল্যানেডে মিছিলের সময় এক জুনিয়র ডাক্তার বলেন, “আমাদের দিদির উপর যে নির্যাতন হয়েছে, তার দ্রুত বিচার চাই আমরা। রাজ্যের সব হাসপাতালের সুরক্ষার দাবিতেই আমরা আজ পথে নেমেছি।”

সুপ্রিম কোর্টে সোমবারের শুনানির পর, পরিস্থিতির ভিত্তিতে জুনিয়র ডাক্তাররা রাজ্যজুড়ে কর্মবিরতি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, “আমাদের প্রতিবাদ চলবেই যতদিন না সঠিক বিচার হচ্ছে। এই লড়াই শুধু চিকিৎসকদের নয়, সকলের নিরাপত্তার জন্য।”

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

ট্রাভেল এজেন্সির প্রতারণা, নিউ আলিপুরের নব দম্পতির ইউরোপে হানিমুনের স্বপ্ন চূরমার

এক অভিজ্ঞ ট্যুর অপারেটর বলেন, “যদি কোনও অফার খুব বেশি ভালো লাগে বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটি ফাঁদ।”