Home খবর কলকাতা সুপ্রিম কোর্টের শুনানির আগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা, শহরে ৭ মিছিল,...

সুপ্রিম কোর্টের শুনানির আগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা, শহরে ৭ মিছিল, জেলাতে চলছে কর্মসূচি

Junior Doctors Continue Protests Ahead of Supreme Court Hearing

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের শুনানির আগে রবিবার সন্ধ্যায় কলকাতার সাতটি এলাকায় মশাল মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, জেলার মেডিক্যাল কলেজগুলিতেও প্রতিবাদে শামিল হন তাঁরা। মিছিলে শোক নয়, দ্রোহের স্লোগান শোনা যায়।

প্রধান মিছিলটি মেডিক্যাল কলেজ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হয়, এছাড়া এনআরএস, সাগর দত্ত, আরজি কর, এবং কেপিসি মেডিক্যাল কলেজ থেকে পৃথক মিছিল বের হয়। চিকিৎসকদের দাবি, যতদিন না সঠিক বিচার হচ্ছে, ততদিন তাঁদের প্রতিবাদ চলবে। সাধারণ মানুষও তাঁদের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছেন। বুধবার মহালয়ার দিন মহামিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়াও, ধর্মতলায় মহাসমাবেশেরও পরিকল্পনা রয়েছে।

ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়ার ডাক্তারদের সোমবার সুপ্রিম কোর্টের শুনানি দেখে সিদ্ধান্ত

মেডিক্যাল কলেজ থেকে এসপ্ল্যানেডে মিছিলের সময় এক জুনিয়র ডাক্তার বলেন, “আমাদের দিদির উপর যে নির্যাতন হয়েছে, তার দ্রুত বিচার চাই আমরা। রাজ্যের সব হাসপাতালের সুরক্ষার দাবিতেই আমরা আজ পথে নেমেছি।”

সুপ্রিম কোর্টে সোমবারের শুনানির পর, পরিস্থিতির ভিত্তিতে জুনিয়র ডাক্তাররা রাজ্যজুড়ে কর্মবিরতি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, “আমাদের প্রতিবাদ চলবেই যতদিন না সঠিক বিচার হচ্ছে। এই লড়াই শুধু চিকিৎসকদের নয়, সকলের নিরাপত্তার জন্য।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version