Homeখবরকলকাতা'আন্দোলন চলবে', ছাত্রসংসদ গঠনের দাবি নিয়েও আলোচনা চান জুনিয়র ডাক্তাররা

‘আন্দোলন চলবে’, ছাত্রসংসদ গঠনের দাবি নিয়েও আলোচনা চান জুনিয়র ডাক্তাররা

প্রকাশিত

দাবি পূরণ না হাওয়া পর্যন্ত কর্মবিরতি উঠছে না বলে জানিয়ে দিলেন চিকিৎসকেরা। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তাঁরা জিবি মিটিং করেন। রাতে সাংবাদিক বৈঠক করে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে এদিন ছাত্র সংসদ তৈরির দাবিও জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকে তাঁদের দাবি যে ন্যায়সঙ্গত, তা প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পথ সবসময় খোলা রয়েছে এবং যত দ্রুত সম্ভব এই অচলাবস্থার সমাধান হওয়া প্রয়োজন।

আন্দোলনরত ডাক্তারদের অন্যতম দাবি রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করা। তাঁদের মতে, এই সংগঠনগুলির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করা হবে, যা ভবিষ্যতে আরজি করের মতো ঘটনা রোধ করতে সহায়ক হবে। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের চতুর্থ ও পঞ্চম দফার দাবি এবং স্বাস্থ্য সচিবের বিষয়ে আরও আলোচনা করা প্রয়োজন। তাঁরা বলেন, “আমরা কাজ করতে চাই, দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে উঠতে চাই। বুধবার সকালের মধ্যেই রাজ্য সরকারকে আমাদের লিখিত দাবিপত্র পাঠানো হবে।”

জিবি বৈঠকের পর ডাক্তাররা একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আলোচনার পথ এখনও খোলা রয়েছে এবং তাঁরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। তাঁদের আশা, রাজ্য সরকার দ্রুত সমাধানের পথে এগিয়ে আসবে এবং এই সমস্যার অবসান হবে।

সাম্প্রতিকতম

ত্রিধারায় বিক্ষোভের ঘটনায় ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে বিক্ষোভের জেরে ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। পুলিশ দাবি করেছে, ধৃতদের হোয়াটস্‌অ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

চিনের আধিপত্য খর্ব করতে নয়া পরিকল্পনা! নিউক্লিয়ার সাবমেরিন তৈরি ও দূরপাল্লার ড্রোন কেনার সিদ্ধান্ত ভারতের

প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে ভারত। ২টি পারমাণবিক সাবমেরিন এবং ৩১টি দীর্ঘ পাল্লার ড্রোন কেনার সিদ্ধান্ত দু'টি...

উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪ কোটি

উৎসবের আগে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, উন্নয়নমূলক কাজ ও পুঁজি ব্যয়ে গতি আনতে অগ্রিম কিস্তির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

উৎসবের মরশুমে দাম বেড়ে গেল সোনা- রুপোর! আপনার শহরে কত হল জানুন

নিজের শহরের সর্বশেষ দাম ভালো করে জেনে নেওয়ার পরেই সোনা বা রুপো কেনা উচিত। দেশের প্রতিটি শহরের দাম আলাদা।

আরও পড়ুন

ত্রিধারায় বিক্ষোভের ঘটনায় ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে বিক্ষোভের জেরে ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত। পুলিশ দাবি করেছে, ধৃতদের হোয়াটস্‌অ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাটকীয় মোড়, সমর্থন জানিয়ে গণ ইস্তফা আরজি করের ৫০ সিনিয়র চিকিৎসকের

আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। সরকারের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত