দাবি পূরণ না হাওয়া পর্যন্ত কর্মবিরতি উঠছে না বলে জানিয়ে দিলেন চিকিৎসকেরা। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তাঁরা জিবি মিটিং করেন। রাতে সাংবাদিক বৈঠক করে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে এদিন ছাত্র সংসদ তৈরির দাবিও জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকে তাঁদের দাবি যে ন্যায়সঙ্গত, তা প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পথ সবসময় খোলা রয়েছে এবং যত দ্রুত সম্ভব এই অচলাবস্থার সমাধান হওয়া প্রয়োজন।
আন্দোলনরত ডাক্তারদের অন্যতম দাবি রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন করা। তাঁদের মতে, এই সংগঠনগুলির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করা হবে, যা ভবিষ্যতে আরজি করের মতো ঘটনা রোধ করতে সহায়ক হবে। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের চতুর্থ ও পঞ্চম দফার দাবি এবং স্বাস্থ্য সচিবের বিষয়ে আরও আলোচনা করা প্রয়োজন। তাঁরা বলেন, “আমরা কাজ করতে চাই, দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে উঠতে চাই। বুধবার সকালের মধ্যেই রাজ্য সরকারকে আমাদের লিখিত দাবিপত্র পাঠানো হবে।”
জিবি বৈঠকের পর ডাক্তাররা একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আলোচনার পথ এখনও খোলা রয়েছে এবং তাঁরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। তাঁদের আশা, রাজ্য সরকার দ্রুত সমাধানের পথে এগিয়ে আসবে এবং এই সমস্যার অবসান হবে।