Homeখবরকলকাতাবৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

প্রকাশিত

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি উপেক্ষা করেই চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। চলছে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না। রবিবার হল মহামিছিল। পাঁচদফা দাবিতে সল্ট লেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত।

ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে একটা আলোচনার আবহ তৈরি হলেও কাজের কাজ কিছু হল না। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা গেলেন নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে। এরপর জুনিয়র ডাক্তাররা গেলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে। কিন্তু খালি হাতেই ফিরে আসতে হল তাঁদের। এভাবেই আরজি কর-কাণ্ডের পর থেকে কেটে গেল ৩৫টা দিন।

RG Protest 1 16.01

স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তারেরা। ছবি: রাজীব বসু।

আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার থেকে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের রয়েছে পাঁচদফা দাবি। সেই পাঁচদফা দাবি নিয়ে রবিবার বিকেলে সল্ট লেকের রাস্তায় মহামিছিল করলেন জুনিয়র ডাক্তারেরা। মিছিলের শুরুতেই হাতে ধরা ছিল বিশাল ব্যানার। তাতে বড়ো বড়ো অক্ষরে লেখা – “আর্জি নয়, দাবি কর।” অর্থাৎ আন্দোলনকারী ডাক্তারেরা বুঝিয়ে দিলেন তাঁরা আর বিচার চাইছেন না, এবার বিচার দাবি করছেন।      

সেন্ট্রাল পার্ক থেকে শুরু হওয়া মিছিল সন্ধের মুখে এসে পৌঁছোল স্বাস্থ্য ভবনের কাছে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সেই মিছিলে আওয়াজ উঠল। উঠল নানা স্লোগান। শিরদাঁড়া সোজা রাখার ডাকও দেওয়া হল। অগুনতি মোবাইলের ফ্ল্যাশের আলোয় আলোকিত হল মিছিল। মিছিলে যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তা সুনিশ্চিত করতে মানববন্ধনও গড়লেন ডাক্তারেরা। এই মহামিছিলে পা মেলালেন প্রচুর সাধারণ মানুষও। ডাক্তারদের মিছিলে শামিল হয়ে তাঁরাও বুঝিয়ে দিলেন, ডাক্তারদের দাবিতে তাঁরাও সাড়া দিচ্ছেন।

যে পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারেরা মাসাধিককাল ধরে আন্দোলন চালাচ্ছেন সেগুলি হল – এক, নির্যাতিতার বিচার। যদিও ডাক্তারেরা জানেন, এটি রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ে না, তাই তাঁরা চান সিবিআই-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলি যেন দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করে; দুই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং সেইসঙ্গে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার অপসারণ; তিন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ এবং ডিসি নর্থ ও ডিসি সাউথের বিরুদ্ধে পদক্ষেপ; চার, হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা এবং পাঁচ, মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা।

RG Protest 3 16.09

জুনিয়র ডাক্তারদের মহামিছিল। ছবি: রাজীব বসু।

মিছিলের শেষে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ জানান, তাঁদের দাবিগুলি পূরণে এখনও সদর্থক কিছুই হয়নি। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিটি আবার মনে করিয়ে দেন তিনি।

রবিবার বৃষ্টির মধ্যে শুধু জুনিয়র ডাক্তারদের মহামিছিলই নয়, এদিন মহানগরী আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে একাধিক মিছিল দেখল। যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত হাঁটলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। করুণাময়ী থেকে মিছিল করলেন নার্সরা। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন উত্তর ও মধ্য কলকাতার প্রায় ৩০টি স্কুলের প্রাক্তনীরা।

আরও পড়ুন

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নাটকীয় মোড়, সমর্থন জানিয়ে গণ ইস্তফা আরজি করের ৫০ সিনিয়র চিকিৎসকের

আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। সরকারের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ।

দুর্গোৎসব ২০২৪: দুর্নিবার গতিতে এগিয়ে চলা ‘দুর্বার’-এর সোনাগাছি দুর্গাপুজোর ১২ বছর

সঞ্জয় হাজরা যৌনকর্মীদেরও মা দুর্গার আরাধনা করার অধিকার আছে। যে সংগঠনের মাধ্যমে তাঁরা এই অধিকার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?