Homeখবরকলকাতা কবে উঠবে কর্মবিরতি ধর্না পৌঁছে জানালেন চিকিৎসকরা

 কবে উঠবে কর্মবিরতি ধর্না পৌঁছে জানালেন চিকিৎসকরা

প্রকাশিত

৩৮ দিন ধরে চলা ডাক্তারদের বিক্ষোভ অবশেষে সাফল্যের মুখ দেখল। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের প্রতিনিধি দলের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডাক্তারদের দাবি মতো সরানো হচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার , ডিসি (নর্থ) এবং দুই স্বাস্থ্যকর্তাকে। 

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার জানান, “আন্দোলনকারীদের কাছে নতস্বীকার করল রাজ্য সরকার। ৩৮ দিন পর আমাদের জয়। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের। সবাই মিলে পাশে না থাকলে এই জয় সম্ভব ছিল না। আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।”

তবে ডাক্তারদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান হবে না। দেবাশিস হালদার বলেন, “স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি এবং থ্রেট কালচার তৈরি হয়েছে তা সমূলে উপড়ে ফেলতে হবে। টাস্ক ফোর্সের পাশাপাশি এ বিষয়ে ভবিষ্যতে আলোচনার পথ খোলা রয়েছে।”

ডাক্তারদের দাবি মেনে সিপি বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী, অপসারণের সিদ্ধান্ত ২ স্বাস্থ্যকর্তাকেও

বৈঠকে ডাক্তারদের কিছু দাবি পূরণ হয়েছে বলে জানানো হলেও, আন্দোলনকারীরা এখনও সন্তুষ্ট নন। ডাক্তারদের এক প্রতিনিধি বলেন, “যেটুকু দাবি আমরা পূরণ করিয়ে আনতে পেরেছি সেটাও আমাদের আন্দোলনের জয়। এটুকু পেতে আমাদের ৩৮ দিন সময় লেগে গেল। আমরা বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি এবং সেখানে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তারা আরও জানান, সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি রয়েছে এবং সেই শুনানির পরই আন্দোলনের ভবিষ্যৎ ঠিক করা হবে। যতদিন পর্যন্ত সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হয়, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, “আমাদের দাবিগুলি কবে এবং কীভাবে বাস্তবায়িত হয় তার উপরই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও, ডাক্তারদের মতে, এটা একমাত্র সমাধান নয়। ভবিষ্যতে আরও বৃহত্তর আলোচনা এবং পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে তারা জানিয়ে দিয়েছেন।

সরকারের সঙ্গে একাধিক বৈঠক ব্যর্থ হওয়ার পরে, সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে আলোচনা শুরু হয়। রাজ্যের মুখ্যসচিবের আমন্ত্রণে জুনিয়র ডাক্তাররা বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রধানত স্বাস্থ্য খাতে চলমান দুর্নীতি, প্রশাসনিক সমস্যাগুলি এবং চিকিৎসকদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে