Homeখবরকলকাতাবর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

প্রকাশিত

বর্ষার আগমনী বার্তা এবং রাজ্যে ফের করোনার হালকা উত্থানে সতর্ক কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানাল পুরসভার স্বাস্থ্য বিভাগ। নাগরিকদের প্রতি জারি করা হল সতর্কবার্তা।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৫৪টি নতুন কোভিড সংক্রমণ চিহ্নিত হয়েছে। বর্তমানে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৭৪৭

বর্ষার প্রাক্কালে বৃষ্টির মাত্রাও অনিয়মিত। পুরসভার তথ্য অনুযায়ী, গত বছর মে মাসে শহরে ৫০৪ মিলিমিটার বৃষ্টি হলেও, এবছর মে মাসে তা মাত্র ৭২.৮ মিলিমিটার। জুনের প্রথম সপ্তাহে গত বছর বৃষ্টিপাত ছিল ০ মিলিমিটার, এবছর সেই সংখ্যা ৪২.২ মিলিমিটার। এই অনিয়মিত আবহাওয়াই ডেঙ্গি ও ম্যালেরিয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কী বলছেন পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা?
কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল শাখার প্রধান ডা. দেবাশিস বিশ্বাস জানান, “দেহে জ্বর বা সংক্রমণের উপসর্গ দেখা দিলেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা করাতে হবে। বাড়ির ভিতরে বা আশপাশে কোথাও ৭ দিনের বেশি জল জমতে দেওয়া চলবে না। নির্মীয়মাণ বাড়ি, গাছের টব—এইসব স্থানও পরিষ্কার রাখা আবশ্যিক।”

ডা. বিশ্বাস আরও জানান, গত বছরের তুলনায় শহরে ডেঙ্গির সংক্রমণ অনেকটাই কমেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৯১ শতাংশ কম ডেঙ্গির মামলা নথিভুক্ত হয়েছে। এই বছরও এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

নাগরিকদের জন্য নির্দেশিকা:

  • সপ্তাহে অন্তত একদিন বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার করুন
  • টব, ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্রে জল জমতে দেবেন না
  • নির্মীয়মাণ বাড়ি বা ফাঁকা জায়গায় জমে থাকা জল নিষ্কাশন করুন
  • সন্দেহজনক জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান

পুরসভার স্বাস্থ্য দফতর মনে করছে, সাধারণ মানুষ সচেতন হলে এবং পুরসভার উদ্যোগের সঙ্গে সহযোগিতা করলে বর্ষার মরশুমেও শহর ডেঙ্গি-মুক্ত রাখা সম্ভব।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

৫ জুন সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসে বড়িশার ঐতিহ্যবাহী দুর্গাদালানে আয়োজিত হল বার্ষিক রাগসঙ্গীত বৈঠক ‘মূর্ছ্ছনা’। একাধিক শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ দর্শক।

রেপো রেট কমায় ফের উজ্জীবিত কলকাতার সস্তার আবাসন বাজার, বাড়ছে বিক্রির আশা

রিজার্ভ ব্যাঙ্কের ১% রেপো রেট হ্রাসে বাড়ি কেনা আরও সস্তা, কলকাতায় ৫০ লক্ষ টাকার কম মূল্যের ফ্ল্যাটের বিক্রি বাড়ার আশায় রিয়েল এস্টেট সংস্থাগুলি।

রেড রোডে যানজট কমাতে বিজয় দুর্গের সামনের আইল্যান্ড ছোট করার প্রস্তাব

রেড রোড-আউটরাম রোড চত্বরে যানজট কমাতে বিজয় দুর্গের সামনে অবস্থিত দ্বীপাকার গার্ডেনের পরিধি ছোট করার প্রস্তাব দিল কলকাতা পুলিশ। পূর্ত দফতর ও আইআইটি খড়গপুরের প্রযুক্তিগত সহায়তায় হতে পারে রূপায়ণ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে