২০২৪ সালে কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে ১৫৯ জনের মৃত্যু হয়েছিল, এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১-এ। সোমবার লালবাজারে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধনের সময় এই তথ্য জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পুলিশ কমিশনার জানান, কলকাতা পুলিশের অধীনে নতুন এলাকাগুলি যুক্ত হওয়ার পর থেকেই দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, দুর্ঘটনাপ্রবণ ভাঙড় অঞ্চল যুক্ত হওয়ায় এই পরিসংখ্যানে প্রভাব পড়েছে। তিনি বলেন, “আমি যখন ডিসি ট্রাফিক ছিলাম, তখন গড়ে প্রতি বছর ৪০০-র বেশি মৃত্যুর ঘটনা ঘটত। ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প চালু হওয়ার পর সেই সংখ্যা অনেকটাই কমে আসে। তবে আমাদের আরও ভালো করতে হবে।”
দুর্ঘটনা রোধে নাগরিকদের সচেতনতার উপর গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার বলেন, “শুধু ট্রাফিক পুলিশের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রয়োজন সাধারণ মানুষের ট্রাফিক নিয়ম মেনে চলার ইচ্ছা ও সচেতনতা।”
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা রোধে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প কলকাতা পুলিশের একটি উদ্যোগ, যা চালু হওয়ার পর সড়ক নিরাপত্তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ভূমিকা রেখেছে। তবে, সাম্প্রতিক পরিসংখ্যান নতুন করে প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কী কী উদ্যোগ প্রয়োজন।