Homeখবরকলকাতাকলকাতার বিমানবন্দর মেট্রোর ট্রায়াল ডিসেম্বরে, মার্চ ২০২৫-এ উদ্বোধন

কলকাতার বিমানবন্দর মেট্রোর ট্রায়াল ডিসেম্বরে, মার্চ ২০২৫-এ উদ্বোধন

প্রকাশিত

কলকাতা: শহরের বহু প্রতীক্ষিত বিমানবন্দর মেট্রো সংযোগের ট্রায়াল রান শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি. উদয় কুমার রেড্ডি এক বৈঠকে জানান, ৭ কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো রুটটি ২০২৫ সালের মার্চ মাসে চালু হবে। এই সংযোগটি হল ইয়েলো লাইনের প্রথম পর্যায়, যা ভবিষ্যতে বারাসাত পর্যন্ত সম্প্রসারিত হবে।

মেট্রো রেলের এক মুখপাত্র জানিয়েছেন, “ডিসেম্বরের ট্রায়াল রানের আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ পর্যন্ত ৪ কিলোমিটার অংশে সব কাজ শেষ হবে। এর আগে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ৩ কিলোমিটার রুটে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়েছে এবং কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) এর অনুমোদনও পাওয়া গেছে।”

পরিকাঠামো নির্মাণ শেষ

মেট্রো রেলের মুখ্য ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার জানিয়েছেন, ট্রায়াল শুরুর আগে প্রায় ২৫০টি ফায়ার ডোর স্থাপন করা হবে। জয় হিন্দ স্টেশনের প্ল্যাটফর্ম, সিঁড়ি এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শীঘ্রই ট্রাভেলেটর ইনস্টলেশনও শুরু হবে।

সহজেই বিমানবন্দরে

এ মেট্রো রুট চালু হলে যাত্রীরা নোয়াপাড়া ইন্টারচেঞ্জ ব্যবহার করে তিনটি মেট্রো লাইনের মাধ্যমে সহজেই বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। এছাড়াও ব্লু লাইন (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর), ইস্ট-ওয়েস্ট (গ্রিন) লাইন এবং অরেঞ্জ লাইন ব্যবহার করেও বিমানবন্দরে যাওয়া যাবে।

কলকাতার দক্ষিণ ও উত্তর শহরতলির যাত্রীরা দ্রুত এবং সহজে বিমানবন্দরে পৌঁছাতে পারবেন মেট্রো পরিষেবার মাধ্যমে। বিমানযাত্রীরা শহরের বিভিন্ন প্রান্তে ক্যাবের বদলে মেট্রো ব্যবহার করে সহজেই পৌঁছে যেতে পারবেন।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে