Homeখবরকলকাতাআরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান,...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

প্রকাশিত

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, তা ছুঁয়ে গেল কলেজ স্ট্রিটের কফি হাউসকেও। সেখানে জ্বলল প্রতিবাদের মোমবাতি।

সোমবার আরজি কর কাণ্ডের এক মাস পেরিয়ে গেল। এই ঘটনার বিচার চেয়ে লাগাতার আন্দোলন চলছে। সুপ্রিম কোর্টে মামলা উঠেছে, শুনানিও শুরু হয়েছে। কিন্তু আন্দোলনের তীব্রতা কমেনি, বরং তা উত্তরোত্তর বাড়ছে। এবার এই আন্দোলনের আঁচ পৌঁছে গেল কলকাতার ঐতিহ্য কলেজ স্ট্রিট কফি হাউসে। মোমবাতির আলো, স্লোগানের গর্জনে ভরে গেল গোটা বাড়ি। 

protest coffee 10.09

কফি হাউসে মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: রাজীব বসু।

কফি হাউস ফের জানিয়ে দিল, কফি হাউস আছে কফি হাউসেই। বহু আন্দোলনের আঁতুড়ঘর এই কফি হাউস।  আরজি কর আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করে সোমবার সন্ধ্যা ৬টায় কফি হাউসের সব আলো নিভিয়ে দেওয়া হয়। প্রতিটি টেবিলে জ্বলে ওঠে মোমবাতি। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে স্লোগান ওঠে। গাওয়া হয় প্রতিবাদের গান। গাওয়া হয় জাতীয় সংগীত। উঠে দাঁড়ালেন সকলে। এদিনের এই প্রতিবাদ ছিল একেবারেই অরাজনৈতিক। কফি হাউসে সেই সময়ে উপস্থিত সকলেই শামিল হল এই প্রতিবাদ কর্মসূচিতে।

protest shyambazar 10.09

সন্ধ্যায় শ্যামবাজারে মানববন্ধন। ছবি: রাজীব বসু।

ইতিমধ্যে কলকাতা শহরের বহু জায়গায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধর্মতলা, শ্যামবাজার-সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে মানববন্ধন করেন।

protest maidan 10.09

আবার পথে তিন প্রধানের সমর্থকেরা। ছবি: রাজীব বসু।

আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে সোমবার আবার পথে নামলেন কলকাতা ময়দানের তিন প্রধানের সমর্থকেরা। সোমবার সন্ধ্যায় তাঁরা পা মেলান। ক্রীড়াপ্রেমী থেকে আইনজীবী, অভিনেতা থেকে জুনিয়র ডাক্তারেরাও এই মিছিলে যোগ দেন।     

protest cpm 10.09

সিপিএমের লালবাজার অভিযান। ছবি: রাজীব বসু।

সিপিএমের লালবাজার অভিযান

আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানে নামে বামেরা। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল এগিয়ে যায়। কিন্তু লালবাজারের অনেক আগেই বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে মিছিল আটকে দেয় পুলিশ। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, লালবাজার অভিযানে গ্রেফতার হন বামেদের ১৪ জন কর্মী-সমর্থক। প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে পড়েন মিছিলকারীরা। বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেডের সামনেই চলে অবস্থান। পরে ধৃতদের ছেড়ে দেওয়া হয়।

ইতিমধ্যে পুলিশ কমিশনারের অপসারণের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যকে সময়সীমা দিল সিপিএম। দলের তরফে মহম্মদ সেলিম ঘোষণা করেন, ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিপিকে সরানো না হলে ১৪ তারিখ থেকে লালবাজার ঘেরাও করে তাঁরা রাতভর ধর্নায় বসবেন।

আরও পড়ুন

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সাম্প্রতিকতম

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: উদ্বোধনী অনুষ্ঠান, সময়, ভেন্যু ও পারফর্মারদের তালিকা প্রকাশ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এবারের আয়োজক...

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার জের, কর্মরত মহিলাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ হাইকোর্টের

নিউটাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক'দিন আগেই চাঞ্চল্য ছড়ায়। এর পর কর্মরত মহিলাদের...

সকালে উঠে কলা? উপকারিতা জানলে চমকে যাবেন

অ্যাসিড রিফ্লাক্স একটি সাধারণ সমস্যা হলেও এটি দীর্ঘস্থায়ী হলে স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে...

জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা কাটাতে কড়া নির্দেশ হাইকোর্টের

রাজ্যের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে আর বাধা সহ্য করা হবে না। স্থানীয় জবরদখলকারীদের বিরুদ্ধে...

আরও পড়ুন

চার দিন ধরে চলা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি

১৯তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সমাপ্তি হল সাবর্ণ রায়চৌধুরীদের বড়বাড়িতে। আয়োজনে ছিলেন সাবর্ণ রায়চৌধুরীদের...

ভ্যালেন্টাইন স্পেশাল: কলকাতার তাজ এবং ভিভান্তা হোটেলগুলিতে বিশেষ আয়োজন

তাজ বেঙ্গল, তাজ সিটি সেন্টার, তাজ টালকুটির ও ভিভান্তা কলকাতা হোটেলগুলিতে বিশেষ ভ্যালেন্টাইন ডে অফার, রোম্যান্টিক ডিনার থেকে বিলাসবহুল স্টে-প্যাকেজের বিস্তারিত জানুন।

জন্মের শতবর্ষে তপন সিংহ, রাজ কপূর ও সলিল চৌধুরীকে স্মরণ করা হল ঢাকুরিয়া চলচ্চিত্র উৎসবে    

কলকাতা: ঢাকুরিয়া তরুণ মহলের উদ্যোগে দ্বিতীয় ঢাকুরিয়া চলচ্চিত্র উৎসব শেষ হল রবিবার। তিন দিনব্যাপী...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে