Homeখবরকলকাতা‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! 'দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! ‘দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশিত

কলকাতা: সরকারি জমি থেকে দখলদার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছেন।

শুভেন্দু অধিকারী বলেন, “বিরোধী দল হিসেবে আমরা বেআইনি ভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নই। তবে এই উচ্ছেদ প্রক্রিয়া একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। রাজ্য সরকারকে আগে একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন পুরসভা এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সামান্য রোজগারের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামানো হয়েছে। সরকারি জমি দখল মুক্তির উদ্যোগকে প্রথমে মহৎ মনে হয়েছিল, কিন্তু পরে দেখা গেল, এটি গরিব মানুষের ক্ষতি করছে।”

শুভেন্দু দাবি করেন, “পুর এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি। কিন্তু প্রশ্ন হল, এই উচ্ছেদ অভিযান সর্বত্র হচ্ছে কি? না শুধুমাত্র বিশেষ কিছু এলাকায়? আমাদের দাবি, প্রথমে একটি এসওপি তৈরি করা হোক এবং মানুষকে নোটিস দিয়ে জমি ছাড়তে বলা হোক।”

সরকারি জমি ছেড়ে দেওয়ার পর গরিব মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন শুভেন্দু। তিনি বলেন, “হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। বহু দরিদ্র মানুষ কাজ হারাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো উচিত।”

শুভেন্দু আরও বলেন, “আমরা আর এক দিন দেখব। শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে, আমরা হকারদের পাশে থাকব। প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব।”

এদিকে, বুধবার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশিস কুমার দখলদারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আমলা, প্রশাসনিক কর্তা, পুলিশ কমিশনার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে উচ্ছেদের নির্দেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

খিদিরপুর-মেছুয়ার হোটেল থেকে শিক্ষা, দমকলের জন্য এবার ‘গ্রিন করিডর’

অগ্নিকাণ্ডে দেরিতে সাড়া ঠেকাতে কলকাতা ও আশপাশে চালু হতে চলেছে দমকলের জন্য 'গ্রিন করিডর'। জিপিএস ও কন্ট্রোল রুমসহ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কথা জানালেন মন্ত্রী সুজিত বসু।

দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

২০২৩–২৪ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছুঁল ৩২ লক্ষ, যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। মহারাষ্ট্র ও গুজরাতের পরে এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থান বাংলার।

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে