Homeখবরকলকাতা‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! 'দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! ‘দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশিত

কলকাতা: সরকারি জমি থেকে দখলদার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছেন।

শুভেন্দু অধিকারী বলেন, “বিরোধী দল হিসেবে আমরা বেআইনি ভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নই। তবে এই উচ্ছেদ প্রক্রিয়া একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। রাজ্য সরকারকে আগে একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন পুরসভা এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সামান্য রোজগারের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামানো হয়েছে। সরকারি জমি দখল মুক্তির উদ্যোগকে প্রথমে মহৎ মনে হয়েছিল, কিন্তু পরে দেখা গেল, এটি গরিব মানুষের ক্ষতি করছে।”

শুভেন্দু দাবি করেন, “পুর এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি। কিন্তু প্রশ্ন হল, এই উচ্ছেদ অভিযান সর্বত্র হচ্ছে কি? না শুধুমাত্র বিশেষ কিছু এলাকায়? আমাদের দাবি, প্রথমে একটি এসওপি তৈরি করা হোক এবং মানুষকে নোটিস দিয়ে জমি ছাড়তে বলা হোক।”

সরকারি জমি ছেড়ে দেওয়ার পর গরিব মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন শুভেন্দু। তিনি বলেন, “হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। বহু দরিদ্র মানুষ কাজ হারাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো উচিত।”

শুভেন্দু আরও বলেন, “আমরা আর এক দিন দেখব। শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে, আমরা হকারদের পাশে থাকব। প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব।”

এদিকে, বুধবার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশিস কুমার দখলদারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আমলা, প্রশাসনিক কর্তা, পুলিশ কমিশনার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে উচ্ছেদের নির্দেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটে সূচি পরিবর্তন, রবিবার থেকেই নতুন সময়

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবার সময়সূচি রবিবার থেকে পরিবর্তিত হচ্ছে। শেষ ট্রেনের সময়ে প্রধানত পরিবর্তন আনা হয়েছে, এবং কিছু ট্রেনের সময়সূচি সামঞ্জস্য করা হয়েছে।

বৌবাজারে ফের মেট্রো সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি,সরানো হল ১১টি বাড়ির বাসিন্দাদের

বৌবাজারে মেট্রো সুড়ঙ্গে ফের জল ঢুকে বিপত্তি। দুর্গা পিতুরি লেনের ১১টি বাড়ি খালি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?