Homeখবরকলকাতা‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! 'দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

‘এসওপি তৈরি করুক রাজ্য সরকার’! ‘দখলদার’ উচ্ছেদে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশিত

কলকাতা: সরকারি জমি থেকে দখলদার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, প্রয়োজনে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াতে রাজি আছেন।

শুভেন্দু অধিকারী বলেন, “বিরোধী দল হিসেবে আমরা বেআইনি ভাবে সরকারি জমি অধিগ্রহণের পক্ষে নই। তবে এই উচ্ছেদ প্রক্রিয়া একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। রাজ্য সরকারকে আগে একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন পুরসভা এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সামান্য রোজগারের উপর ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামানো হয়েছে। সরকারি জমি দখল মুক্তির উদ্যোগকে প্রথমে মহৎ মনে হয়েছিল, কিন্তু পরে দেখা গেল, এটি গরিব মানুষের ক্ষতি করছে।”

শুভেন্দু দাবি করেন, “পুর এলাকায় পরিচ্ছন্নতার পক্ষে বিজেপি। কিন্তু প্রশ্ন হল, এই উচ্ছেদ অভিযান সর্বত্র হচ্ছে কি? না শুধুমাত্র বিশেষ কিছু এলাকায়? আমাদের দাবি, প্রথমে একটি এসওপি তৈরি করা হোক এবং মানুষকে নোটিস দিয়ে জমি ছাড়তে বলা হোক।”

সরকারি জমি ছেড়ে দেওয়ার পর গরিব মানুষদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন শুভেন্দু। তিনি বলেন, “হকার উচ্ছেদ করার পর প্রান্তিক গরিব মানুষকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। বহু দরিদ্র মানুষ কাজ হারাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো উচিত।”

শুভেন্দু আরও বলেন, “আমরা আর এক দিন দেখব। শুক্রবারও অন্যায়ভাবে এই অত্যাচার চললে, আমরা হকারদের পাশে থাকব। প্রয়োজনে আমি নিজে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব।”

এদিকে, বুধবার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশিস কুমার দখলদারদের সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আমলা, প্রশাসনিক কর্তা, পুলিশ কমিশনার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে উচ্ছেদের নির্দেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

সাম্প্রতিকতম

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, প্রথম তিন বন্দির মুক্তির নাম প্রকাশ করল হামাস

গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাসের তিন বন্দির মুক্তির নাম প্রকাশের পরে শুরু হল যুদ্ধবিরতি। ইসরায়েলি হামলায় দেরি ও ১৩ জনের প্রাণহানির খবর।

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

আরও পড়ুন

হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের দ্রুত হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আগুন

কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

গাড়ি তোলার যন্ত্র দিয়ে বাড়ি সোজা করার চেষ্টা, বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ি পরিদর্শন করে দাবি মেয়রের

বাঘাযতীনে বিপজ্জনকভাবে হেলে পড়া বহুতল ভাঙার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটমালিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মাস খানেক আগেই হেলে পড়ে বাঘাযতীনের বহুতল, পলাতক প্রমোটার, বাসিন্দাদের বিরুদ্ধেও এফআইআর-এর অভিযোগ

কলকাতার নেতাজিনগরে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়েছে। বেআইনি নির্মাণ ও অনুমোদন ছাড়া লিফটিংয়ের কাজের জন্য দায়ী প্রোমোটার পলাতক। নিঃস্ব বাসিন্দারা আইনি পদক্ষেপ নেওয়ার পথে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে