কলকাতা: দীর্ঘ প্রায় ছ’মাস বাদে ফের মেট্রো রেল পরিষেবা (Metro Rail service) চালু করার জোর তোড়জোড় চলছে। বৃহস্পতিবার এ বিষয়ে নবান্নে বৈঠকে বসেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
বৈঠকের পর সরকারি ভাবে কোনো ঘোষণা করা না হলেও নবান্নে সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৫ বা ১৬ সেপ্টেম্বর চালু হলেও হতে পারে মেট্রো পরিষেবা। যদিও এ দিনের বৈঠকের আলোচনার বিষয়ে খুঁটিনাটি বিষয় জিএম-কে জানানোর পর তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে মেট্রো রেল সূত্রে খবর।
এ দিন রাজ্য সরকারের সঙ্গে মেট্রো আধিকারিকদের বৈঠকে রাজ্যের কাছে সাহায্য চাওয়া হয়েছে। রাজ্য সরকারও সমস্ত রকমের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আপাতত জানা গিয়েছে, পরিষেবা চালু হলে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে।
কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোভিড প্রোটোকল মেনে মেট্রো চলাচলে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্টেশন-ট্রেনে ভিড় নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তৃত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে রাজ্য পুলিশের সাহায্য চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। অফিস টাইমে ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
কেন্দ্রের আনলক ৪ গাইডলাইন প্রকাশের পর সোমবারই ৮ সেপ্টেম্বর থেকে কলকাতা শহরে ধাপে ধাপে মেট্রো চলাচল শুরুর অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। সেই মতোই পরিষেবা চালু করার বিস্তারিত প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে কলকাতা মেট্রোরেল। মেট্রোর প্রস্তাবিত শর্তগুলি কী? এখানে দেখুন: আপাতত দিনে ১২টি ট্রেন, শর্তসাপেক্ষ প্রস্তাব কলকাতা মেট্রোর
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।