গার্ডেনরিচের বহুতল বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া নজরদারির পথে হাঁটল কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ বন্ধে চালু হল এক অভিনব ব্যবস্থা—নির্মাণস্থলেই বসাতে হবে নির্দিষ্ট তথ্য সহ বোর্ড, সঙ্গে থাকবে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই মোবাইলেই মিলবে নির্মাণের সমস্ত তথ্য—মালিক ও প্রোমোটারের নাম, অনুমোদনের নম্বর, তলা সংখ্যা, জমির আয়তন সহ মোট ১৪টি বিস্তারিত তথ্য।
পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, নির্মীয়মাণ প্রতিটি ভবনের গায়ে ছ’ফুট বাই চার ফুটের বোর্ড ঝোলানো বাধ্যতামূলক। তাতে পুরসভার দেওয়া কিউআর কোড এক ফুট বাই এক ফুট জায়গায় দৃশ্যমান রাখতে হবে। এই কোড বরাদ্দ করা হবে প্ল্যান অনুমোদনের সময়।
শহরের প্রতিটি ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন পুরসভার অফিসাররা। তাঁরা এখন ডিজিটাল ওয়ার্ক ডায়েরিতে আপলোড করছেন নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও ছবি। কিন্তু নির্মাণ বৈধ না বেআইনি—তা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধা ছিল না। নতুন ব্যবস্থায় অফিসাররা সরাসরি বোর্ড দেখে এবং কিউআর কোড স্ক্যান করেই সব তথ্য যাচাই করতে পারবেন।
পুরসভার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এই বোর্ড ঝুলিয়ে রাখতে হবে। কোথাও কোনও গলদ থাকলে, কিউআর কোড স্ক্যান করে সঙ্গে সঙ্গেই খুঁটিনাটি জানা যাবে। প্রয়োজনে কাজ বন্ধের নির্দেশও দেওয়া যাবে দ্রুত।”
কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধে এই কড়া পদক্ষেপ পুরসভার দীর্ঘমেয়াদি নজরদারি কৌশলেরই অংশ বলেই মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।
পড়ুন: ‘গর্ত নয়, পুরো ভাঙা চাই’— বেআইনি নির্মাণ ভাঙার নিয়মে বড়সড় বদল, কড়া নির্দেশ কলকাতা পুরসভার