Homeখবরকলকাতাদূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

দূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

প্রকাশিত

কলকাতা শহরের দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির পথে হাঁটল কলকাতা পুলিশ। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে (পূর্ব কলকাতা জলাভূমি) অবৈধ দখলদারি এবং প্লাস্টিক, জৈব বর্জ্য পোড়ানোর মতো দূষণ সৃষ্টিকারী কার্যক্রম নজরে রাখতে এবার মোতায়েন করা হবে ড্রোন। ইতিমধ্যেই ১১ লক্ষ টাকার বিনিময়ে দুইটি বিশেষ উদ্দেশ্যে নির্মিত ড্রোন কেনার জন্য টেন্ডার জারি হয়েছে।

২০১৩ সালে কলকাতা পুলিশ প্রথমবার ড্রোন ব্যবহার শুরু করে। তবে ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি ব্যবহারের মাত্রা বৃদ্ধি পায়। এবার আরও উন্নত ড্রোনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ অনুসন্ধানের বাইরেও দূষণ নিয়ন্ত্রণে নজরদারি চালানো হবে। প্রতি ড্রোনের ওজন ৭০০ গ্রাম এবং এটি একটানা তিন ঘণ্টা পর্যন্ত ৭২ কিমি প্রতি ঘণ্টা বা তার বেশি গতিতে চলতে সক্ষম। ড্রোনগুলি স্বয়ংক্রিয় ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং প্রযুক্তিসম্পন্ন।

কলকাতা পুলিশ ৩১ কোটি টাকার সরঞ্জাম তালিকায় দুটি রিমোট সেনসিং ডিভাইস, ৪০০টি লাইসেন্স রিডার ক্যামেরা এবং চারটি ড্রোন অন্তর্ভুক্ত করেছে। এগুলির মধ্যে প্রতিটি রিমোট সেনসিং ডিভাইসের দাম ৩ কোটি টাকা। ক্যামেরাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ১৫ বছরের পুরনো যানবাহন শনাক্ত করবে।

একজন পুলিশের আধিকারিক বলেন, “রাস্তার ধীরগতির যানবাহন, পুরনো গাড়ির চলাচল এবং আবর্জনা পোড়ানোর মতো কারণে দূষণ বাড়ছে। প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যাগুলি মোকাবিলা করা সম্ভব। ড্রোন মোতায়েন সেই দিশায় এক নতুন পদক্ষেপ।”

২০১৩ সালে দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার শুরু করে কলকাতা পুলিশ। এরপর থেকে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, রাতে সন্দেহজনক যানবাহন পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয়েছে। এবার দূষণ রোধেও ড্রোনের ব্যবহার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

কলকাতা বইমেলায় স্টল চেয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না বিশ্ব হিন্দু পরিষদ...

কলকাতার রাস্তায় থাকছে হলুদ ট্যাক্সি, তবে শেষ হতে চলেছে অ্যাম্বাসাডরের যুগ

কলকাতার হলুদ ট্যাক্সি থাকবে, তবে অ্যাম্বাসাডরের সংখ্যা দ্রুত কমছে। রাজ্য সরকারের নয়া নিয়মে হলুদ রঙে রং করতে পারবে সমস্ত লাইট কমার্শিয়াল যানবাহন।

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’-র অভূতপূর্ব সাফল্য, প্রতিদিন ৯০০ ক্রেতা

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’ তার প্রথম মাসেই ৯০০ জন গ্রাহকের দৈনিক ভিড় টেনেছে। সাশ্রয়ী মূল্যের খাবার দিয়ে এই ক্যাফে যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে