আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় জমায়েতের উপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে কলকাতা পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শান্তিভঙ্গের আশঙ্কায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই নিষেধাজ্ঞা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশিকা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (সাবেক ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) অনুযায়ী জারি করা হয়েছে। শ্যামপুকুর, উল্টোডাঙা, এবং টালা থানা এলাকায় কিছু নির্দিষ্ট রাস্তায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য রাস্তা হল— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যে ২৯ জনের মৃত্যু, দাবি সরকারের, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ব্যাপক প্রতিবাদ এবং উত্তেজনা চলছে। কলকাতার বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত একাধিক ধর্না এবং মিছিল সংগঠিত হয়েছে, যেখানে সাধারণ মানুষও পা মিলিয়েছেন। পাশাপাশি, গত কয়েকদিন ধরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছেন তারা।
এই উত্তপ্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জমায়েতের ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশ এই নিষেধাজ্ঞা আরও ১৫ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।