ওয়েবডেস্ক: গত শনিবার সন্ধে ৬.৪০টা নাগাদ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ভয়াবহ দুর্ঘটনাকাণ্ডে জোড়া মামলা দায়ের করল কলকাতা পুলিশ।
কলকাতা মেট্রোর ইতিহাসে সম্ভবত এমন দুর্ঘটনা আগে কখনোই ঘটেনি। দরজায় হাত আটকে যাওয়া যাত্রী সজল কাঞ্জিলালকে টেনে হিঁচড়ে টানেলের মুখ পর্যন্ত নিয়ে যায় চেন্নাই থেকে সম্প্রতি নিয়ে আসা একটি এসে রেক। টানেলে ঢোকার মুখে দেওয়ালে ধাক্কা লেগে বছর ৬৬-র সজলবাবু ছিটকে পড়েন থার্ড রেলে। সেখানেই মৃত্যু।
এই দুর্ঘটনার ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পেশায় নন্দন চত্ত্বরে ছোটো পত্রিকা বিক্রেতা সজলবাবুর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই মেট্রো রেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ এবং ৩৪ ধারায় শেক্সপিয়র সরণি থানায় জোড়া মামলা রুজু করেছে পুলিশ।
[ আরও পড়ুন: সজলকে ‘খুন’ করল মেট্রো রেল! ]
রবিবার সজলের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার কথা পুলিশের।

পরিবারের তরফে আগেই জানানো হয়েছে, ছোটোবেলা থেকেই কবিতা ভালোবাসতেন, লিখতেন সজল। আশুতোষ কলেজে বি-কম পড়ার সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতেন। নাচের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। চারুমার্কেট এলাকার বাসিন্দা সজল মমতা শংকরের ডান্স ট্রুপেও যোগ দেন। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।