Homeখবরকলকাতাঅপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।

প্রকাশিত

কলকাতায় শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কমলেও, নাবালকদের অপরাধে জড়িত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (NCRB) ‘Crime in India 2023’ রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যেখানে মাত্র ৯ জন নাবালককে অপরাধে যুক্ত পাওয়া গিয়েছিল, ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫-তে — প্রায় ১৩ গুণ বৃদ্ধি।

অন্যদিকে, শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০২২ সালের ৬০২ থেকে ২০২৩ সালে কমে ২৯৭-এ নেমেছে। কিন্তু সেই সাফল্যের আড়ালে রয়েছে নাবালকদের অপরাধে যুক্ত হওয়ার অস্বস্তিকর বাস্তবতা।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ধৃত নাবালকদের মধ্যে

  • ৩ জন খুনে,
  • ৪ জন খুনের চেষ্টায়,
  • ২ জন অবহেলায় মৃত্যুর ঘটনায়,
  • ১ জন দাঙ্গায়, এবং
  • ১৪ জন বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে জড়িত ছিল।

তাছাড়া, ৪ জন নাবালক ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে, যা ২০২৩ সালে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ৬৫%। এসব অপরাধ POCSO আইন-এর আওতায় এসেছে।

২০২৩ সালে POCSO আইনে ১৯২টি মামলা এবং শিশুদের বিরুদ্ধে অন্যান্য অপরাধে ২৯৭টি মামলা নথিভুক্ত হয়েছে।

একজন গোয়েন্দা বিভাগের একজন সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, ২০২৩ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধ কিছুটা কমেছে কারণ SOP (Standard Operating Procedure) কঠোরভাবে মানা হয়েছে। বিশেষত, নিখোঁজ নাবালিকা সংক্রান্ত অপহরণের অভিযোগুলো দ্রুত নথিভুক্ত করার নিয়ম অনুসরণ করা হয়েছে, যা আগের বছরগুলোতে সবসময় করা হতো না।

রিপোর্ট অনুযায়ী, ৯৫টি নাবালক অপহরণের মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ১টি মুক্তিপণের জন্য অপহরণ এবং ১০টি নাবালিকা ক্রয়ের ঘটনা।
এছাড়া ৪টি মামলা নথিভুক্ত হয়েছে শিশুবিবাহ নিষিদ্ধ আইন অনুযায়ী, নাবালিকা মেয়েদের জোরপূর্বক বিবাহের অভিযোগে।

২০২৩ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন মহিলা।
কলকাতা পুলিশ মোট ৩১৬টি তদন্ত সম্পন্ন করেছে, তবে ৫৯৭টি মামলা (পুরনো কেসসহ) এখনও তদন্তাধীন।

তদন্ত সম্পূর্ণ করার ক্ষেত্রে কলকাতা পুলিশের সাফল্য প্রশংসনীয় — ৯৯.৪% চার্জশিট সম্পন্ন হয়েছে, যদিও ৬৫.৪% মামলা এখনও বিচারাধীন, যা অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি। তুলনামূলকভাবে কানপুরে এই হার ১৬%, বেঙ্গালুরুতে ১৭.৭%, কোচিতে ১৮%, এবং জয়পুরে ১৯.১%।তবে সবচেয়ে উদ্বেগের বিষয় বিচারব্যবস্থার ধীরগতি। শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত ২,৭৯০টি মামলা এখনও বিচারাধীন, ২০২৩ সালে নতুন করে যুক্ত হয়েছে ৩১৪টি মামলা। সব মিলিয়ে এখন মোট ৩,১০৪টি মামলা বিচারাধীন, কিন্তু রায় হয়েছে মাত্র ৩৪টিতে, যার মধ্যে ১৫টি মামলা ২০২৩ সালের।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।