খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম উৎসবের লোগো উদ্বোধন করলেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ ড. জয়দীপ ষড়ঙ্গী।
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের উদ্যোগে বড়িশার বড় বাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসব-সহ সব অনুষ্ঠানে সহযোগী নিউ আলিপুর কলেজ। নলেজ পার্টনার হিসেবে রয়েছে বেহালা কলেজ।
সাবর্ণ সংগ্রহশালায় ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা হবে ২০২৬-এর ৮ ফেব্রুয়ারি, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ইতিহাস উৎসবে থিম কান্ট্রি জাপান। জাপান কনস্যুলেটের সহযোগিতায় তুলে ধরা হবে সেই দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং ভারতের সঙ্গে জাপানের সুদীর্ঘ সম্পর্কের কথা।
