কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) রবীন্দ্র সরোবরে অবস্থিত ‘মা ফিরে এলো’ আর্ট গ্যালারির সম্প্রসারণ এবং সংস্কার কাজ শুরু করেছে। দুর্গা প্রতিমা সংরক্ষণের এই বিশেষ গ্যালারিটি সম্প্রসারিত হলে আরও বেশি সংখ্যক প্রতিমা রাখা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা।
প্রসারিত হবে গ্যালারি
KMDA-এর পরিকল্পনা অনুযায়ী, গ্যালারির সঙ্গে প্রায় ৫,০০০ বর্গফুট জায়গা যুক্ত করা হবে। বিদ্যমান কাঠামোর পেভার টাইলগুলি, যেগুলি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি নতুন টাইল দিয়ে প্রতিস্থাপন করা হবে। একইসঙ্গে পুরো গ্যালারির আলোকসজ্জা উন্নত করা হবে।
পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা
এক KMDA আধিকারিক জানিয়েছেন, “গ্যালারির সম্প্রসারণের জন্য কোনো স্থায়ী কাঠামো তৈরি করা হবে না। সরোবরের সংরক্ষিত অঞ্চলে স্থায়ী নির্মাণ নিষিদ্ধ। গ্যালারির সম্প্রসারণের কাজ হবে অপসারণযোগ্য লোহার স্তম্ভ এবং সিমেন্ট বোর্ড দিয়ে। প্রয়োজনে পুরো কাঠামোটি সহজেই খুলে ফেলা যাবে।” সম্প্রসারণ প্রকল্পের জন্য রাজ্য সরকার ৭৫ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে।
দুর্গা প্রতিমা সংরক্ষণের জন্য অতিরিক্ত জায়গা
প্রতিবছর বিভিন্ন পুজো উদ্যোক্তা তাদের দুর্গা প্রতিমা সংরক্ষণের জন্য এই গ্যালারিতে পাঠান। বর্তমানে প্রায় এক ডজন প্রতিমা রাখা সম্ভব হয়। কিন্তু চাহিদার কারণে প্রতিমার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। নতুন কাঠামো তৈরি হলে আরও আট থেকে নয়টি প্রতিমা রাখা যাবে।
পথ ও এলাকা সংস্কার
রবীন্দ্র সরোবরের ভেতরের রাস্তা এবং হাঁটার পথগুলিরও সংস্কার করা হবে। আধিকারিকরা জানিয়েছেন, “গ্যালারির সম্প্রসারণের পাশাপাশি পুরো সরোবর এলাকাটিরও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে, যাতে এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।”
কলকাতার সব খবরের জন্য এখানে ক্লিক করুন