Homeখবরকলকাতাপাম অ্যাভিনিউয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পাম অ্যাভিনিউয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত

পশ্চিমবঙ্গের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবরে রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে পৌঁছেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন ৮০ বছর বয়সী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন তাঁর তনয় সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেবের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। মমতা বলেন, “আগামিকাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে আমরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।”

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে পৌঁছেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দলের অন্যান্য কর্মী-সমর্থকরাও সেখানে উপস্থিত হতে শুরু করেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্রও আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয় থেকে সকালেই সেখানে চলে যান। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও বৃহস্পতিবারের মধ্যেই কলকাতায় পৌঁছানোর চেষ্টা করছেন।

স্বপ্ন-বিতর্ক-হুঙ্কার-জেদ, পাম অ্যাভিনিউয়ের দু’কামরার ফ্ল্যাট থেকে ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্য

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যিনি পাম অ্যাভিনিউতেই অপর একটি ফ্ল্যাটে থাকেন, বর্ষীয়ান বাম নেতার মৃত্যুর খবর পেয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানেই রাখা থাকবে বুদ্ধদেবের মরদেহ। এরপর তাঁর দেহ সংরক্ষণ করা হবে। শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য দফতরে। প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন প্রদীপ ভট্টাচার্য, যারা শুক্রবার সিপিএম রাজ্য দফতরে গিয়ে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবেন।

সাম্প্রতিকতম

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

মাত্র ৪৫ মিনিটের ডিএনএ পরীক্ষাই চিহ্নিত করবে যৌননির্যাতন হয়েছে কিনা, নয়া ফরেনসিক প্রযুক্তির উদ্ভাবন

এখন যে কোনো ফৌজদারি অপরাধের তদন্তে গোয়েন্দাদের মগজাস্ত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে...

আরও পড়ুন

স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান, চলছে কর্মবিরতিও

কলকাতা: মঙ্গলবার দুপুরে সল্ট লেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে গেলেন আন্দোলনরত...

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?