Chetla Bridge

কলকাতা: ফের মহানগরে সেতু-কাণ্ড। মঙ্গলবার আচমকা চেতলা সেতুর চাঙড় খসে পড়ে আহত হলেন এক পথচারী।

জানাগিয়েছে, আন্ডারপাসের চাঙড় খসে পড়ে এ দিন। গত কয়েক দিন ধরেই মাঝেরহাট সেতুর একাংশ ভেঙে পড়ার ঘটনায় উত্তাল কলকাতা। তার রেশ মিটতে না মিটতেই ফের দুর্ঘটনা। চেতলা সেতুর নীচে আন্ডারপাসে রয়েছে বাজার। সেখানেই এক মহিলার গায়ে উপর থেকে খসে পড়ে চাঙড়। তৎক্ষণাৎ আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর প্রাথমিক চিকিৎসার পর জানানো হয় তিনি নিরাপদ।

এ দিকে চাঙড় ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই প্রশাসনের তরফে ওই আন্ডারপাসের ব্যবসায়ীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। চাঙড় ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়ার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ভিড় জমান আন্ডারপাসের নীচে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।


আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি কমতে পারে ১৫-১৮ টাকা! কী ভাবে?

স্থানীয় এক বাসিন্দা জানান, যেখান থেকে চাঙড়টি খসে পড়েছে, সেখানে কয়েকদিন আগেই প্লাস্টার করা হয়েছিল।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন