কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ছ’টি ইঞ্জিন সেখানে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
দমকল সূত্রে জানা যায়, রাত ১০টা নাগাদ নারকেলডাঙার বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। আড়াই ঘণ্টার পরেও আগুন জ্বলতে দেখা যায়। আগুনে ৩০টির-ও বেশি ঘর পুড়ে গিয়েছে। এ ছাড়া রাস্তার ধারে থাকা একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানেও আগুন লাগে। নারকেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
গত ২০ ডিসেম্বর তপসিয়ার এক বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক পরের দিন ২১ ডিসেম্বর দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে আগুন লেগে পুড়ে যায় বহু ঝুপড়ি। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।