Homeখবরকলকাতামাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

প্রকাশিত

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও ছ’টি ইঞ্জিন সেখানে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

দমকল সূত্রে জানা যায়, রাত ১০টা নাগাদ নারকেলডাঙার বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। আড়াই ঘণ্টার পরেও আগুন জ্বলতে দেখা যায়। আগুনে ৩০টির-ও বেশি ঘর পুড়ে গিয়েছে। এ ছাড়া রাস্তার ধারে থাকা একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানেও আগুন লাগে। নারকেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।    

গত ২০ ডিসেম্বর তপসিয়ার এক বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক পরের দিন ২১ ডিসেম্বর দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে আগুন লেগে পুড়ে যায় বহু ঝুপড়ি। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাম্প্রতিকতম

রাতে দুধ খাচ্ছেন? ওজন কমবে নয়, উল্টে বাড়বে!

রাতে শোওয়ার আগে দুধ খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে! ল্যাকটোজ প্রোটিন, লিভারের ডিটক্সিফিকেশন ব্যাহত হওয়া এবং হজমের সমস্যার কারণে বিশেষজ্ঞরা রাতে দুধ খেতে নিষেধ করছেন।

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আরও পড়ুন

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

কলকাতার নারকেলডাঙা মেনরোড সংলগ্ন এলাকায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোডাউনে মজুত দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। তদন্তের নির্দেশ।

হাওড়া থেকে শিয়ালদাগামী সরকারি বাসে হঠাৎই আগুন

খবর অনলাইন ডেস্ক: শনিবার হাওড়া থেকে শিয়ালদাগামী সরকারি বাসে আচমকাই আগুন লেগে যায়। কলেজ...

কসবার বাড়ি থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার! আত্মহত্যা নাকি অন্য রহস্য?

কসবার হালতুর বাড়ি থেকে একই পরিবারের তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার সুইসাইড নোট।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে