আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ন’জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজার সূত্রে জানা গিয়েছে এই খবর। তবে এই গ্রেফতারি নিয়ে এখনো পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি পুলিশ বিভাগ।
বুধবার মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচির সময়, আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে একদল ব্যক্তি ভিতরে ঢুকে তাণ্ডব চালান। তাঁদের আক্রমণে হাসপাতালের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, এবং ওষুধের স্টোররুমসহ বিভিন্ন বিভাগ তছনছ হয়ে যায়। এছাড়াও, পুলিশ ফাঁড়ি, আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ, এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের পরিচয় নিয়ে পুলিশ এখনও স্পষ্ট কিছু জানায়নি।
বৃহস্পতিবার সকালে, এই হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ। সমাজমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুলিশের পোস্টে বলা হয়েছে, “সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।”
এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই, লালবাজার সূত্রে জানা যায়, ন’জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে এই বিষয়ে আরও কিছু জানানো হয়নি।