R G Kar medical

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা বিভাগের ছাদ থেকে আজ বেলা সাড়ে তিনটে নাগাদ হঠাৎ এক মহিলা রোগী ঝাঁপ দেন। আচমকা এই মারনঝাঁপ দেখে কার্যত স্তব্ধ হয়ে যায় হাসপাতাল চত্বর।

পুলিশ এসে রোগিণীকে উদ্ধার করে। তাঁর মাথা ও হাতে চোট লেগেছে বলে জানা যায়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রোগিণীর নাম পিঙ্কি মজুমদার। বাড়ি হাবড়াতে। গত পরশুদিন তাঁকে  আরজি করে ভর্তি করা হয়। এবং তিনি একটি সুস্থ-সবল সন্তানের জন্ম দেন। এর পর তিনি হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেন। তবে সামান্য চোট পেলেও তিনি নিরাপদ রয়েছেন।

সূত্রের খবর, ইনজেকশনের ভয়ে তিনি ঝাঁপ দেওয়ার জন্য দৌড় দিয়েছিলেন।যদিও প্রকৃত ঘটনা কী, তা জানতে তদন্তে নেমেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পিঙ্কিদেবীর বাড়ির লোকজন।

হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধধন বটব্যাল বলেন, ‘ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। সত্যিই কী কারণে তিনি ঝাঁপ দিলেন সেটা বিভাগীয় প্রধানের থেকে রিপোর্ট চেয়েছি।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here