কলকাতা: ‘আজকাল’ পত্রিকার চিত্রসাংবাদিক সুপ্রিয় নাগ প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
অন্যান্য দিনের মতো সোমবারও তিনি পেশাগত কাজে বেরিয়েছিলেন। ছবিও তোলেন। দুপুরে সঙ্গী কয়েক জন চিত্রসাংবাদিক তাঁকে তাঁর উত্তর কলকাতায় শোভাবাজারের বেনিয়াটোলার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে তাঁর বাড়ির লোকেরা তাঁকে সিঁড়ির নীচে পড়ে থাকতে দেখেন। দ্রুত চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সুপ্রিয় রেখে গেলেন তাঁর স্ত্রী, এক পুত্র ও পুত্রবধূকে।
স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী সুপ্রিয় নাগ দীর্ঘদিন ‘আজকাল’–এর সঙ্গে যুক্ত ছিলেন। তার আগে বেশ কয়েক বছর তিনি চাকরি করেছেন সি কে বিড়লা গ্রুপের বিড়লা টেকনিক্যাল সার্ভিসেসে। দু’ বার বিএফজেএ (বেঙ্গল ফিলম্ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) পুরস্কার পেয়েছেন।
সুপ্রিয় ছিলেন মিষ্টভাষী, সদালাপী। চলচ্চিত্র ও সংস্কৃতিজগতের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। টালিগঞ্জের স্টুডিওপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। কাজ এবং মিশুকে স্বভাবের কারণে অভিনেতা–অভিনেত্রীরা তাঁকে খুব পছন্দ করতেন। তাঁর তোলা বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীর পোর্ট্রেট দারুণ জনপ্রিয় হয়। পেশায় নতুন–আসা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরও তিনি হয়ে উঠেছিলেন বন্ধু। হাসিমুখে তাঁদের শিখিয়ে দিতেন ফোটোগ্রাফির খুঁটিনাটি। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজে তাঁর একটি চিত্রপ্রদর্শনী সাড়া ফেলেছিল।
সুপ্রিয় নাগের প্রয়াণে শোকার্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্র এবং সাংস্কৃতিক জগতের অনেকেই।