Homeখবরকলকাতাপুলিশ কিছুটা নমনীয়, লালবাজারের দিকে ১০০ মিটার এগোবে মিছিল, কোনো ব্যারিকেড নয়,...

পুলিশ কিছুটা নমনীয়, লালবাজারের দিকে ১০০ মিটার এগোবে মিছিল, কোনো ব্যারিকেড নয়, থাকবে মানববন্ধন   

প্রকাশিত

কলকাতা: বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থানরত চিকিৎসকদের তিনটি দাবি ছিল – এক, চিকিৎসকদের মিছিলকে লালবাজারের দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত এগোতে দিতে হবে; দুই, পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে এসে অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন। তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন; এবং তিন, এর কোনোটিই না হলে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে।

আপাতত কিছুটা পিছু হটল পুলিশ। আন্দোলনরত চিকিৎসকদের কিছুটা এগোতে দেওয়া হচ্ছে। তবে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের মোড় পর্যন্ত নয়, মিছিল আটকাতে এখন যেখানে ব্যারিকেড রয়েছে, সেখান থেকে আরও ১০০ মিটার এগোতে পারবেন আন্দোলনরত চিকিৎসকরা।

পুলিশের নমনীয়তায় আন্দোলনকারীদের মনোবল আরও বেড়েছে। তাঁরা সমস্বরে গান ধরেন – ‘আমরা করব জয়’। ফিয়ার্স লেনের সামনে থেকে ব্যারিকেড সরানো হয়ে গিয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা বলেছিলেন, তাঁরা ১০০ মিটার এগোবেন, কিন্তু তার পর কোনো ব্যারিকেড রাখা চলবে না। মিছিলের সামনে থাকবে মানববন্ধন। সেইমতো মানববন্ধন তৈরি হয়েছে।   

doctors movement 03.09

ফিয়ার্স লেনের সামনে চিকিৎসকদের অবস্থান। ছবি:ডা. অনির্বাণ সিনহা।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সুদীর্ঘ মিছিল সোমবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে লালবাজারের দিকে রওনা হয়। লালবাজার থেকে আধ কিলোমিটার দূরে মিছিল আটকে দেওয়া হয়। সেখানেই বসে পড়েন মিছিলকারীরা। সোমবার সারা রাত জেগে কাটান তাঁরা। ভোরের দিকে অনেককেই রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম করে নিতে দেখা যায়। মঙ্গলবার বেলা গড়াতেই আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও বাড়তে থাকে। তারই মধ্যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অনেকে ছাতা খুলে বসে থাকেন। এরই মধ্যে হয়ে যায় ত্রিপল টাঙানোরও ব্যবস্থা। স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগেও অবস্থানরত চিকিৎসকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। আশেপাশে টয়লেটের কী ব্যবস্থা আছে সে সম্পর্কেও খোঁজখবর চলে।       

সোমবার থেকে দফায় দফায় অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা হয় পুলিশেরকর্তাদের। সোমবার রাতে, মঙ্গলবার সকালে, দুপুরে। আন্দোলনকারীদের দাবি, কোনো ব্যারিকেড রাখা যাবে না। তাঁরা মানববন্ধন করে ভিড় সামলাবেন। শেষ পর্যন্ত তা-ই হল।

আরও পড়ুন  

‘শেষের শুরু’! সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর মন্তব্য রাজ্যপালের

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

বর্ষা ও কোভিড আতঙ্ক একসঙ্গে, ডেঙ্গি-ম্যালেরিয়া রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

কোভিড বাড়ছে, সঙ্গে বর্ষাও আসন্ন। ডেঙ্গি ও ম্যালেরিয়া ঠেকাতে কলকাতা পুরসভা কড়া সতর্কতা জারি করল। নাগরিকদের উদ্দেশে একাধিক পরামর্শ দিলেন স্বাস্থ্য আধিকারিকরা।

সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বড়িশার দুর্গাদালানে ‘মূর্ছ্ছনা’ রাগসঙ্গীত বৈঠক

৫ জুন সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসে বড়িশার ঐতিহ্যবাহী দুর্গাদালানে আয়োজিত হল বার্ষিক রাগসঙ্গীত বৈঠক ‘মূর্ছ্ছনা’। একাধিক শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুগ্ধ দর্শক।

রেপো রেট কমায় ফের উজ্জীবিত কলকাতার সস্তার আবাসন বাজার, বাড়ছে বিক্রির আশা

রিজার্ভ ব্যাঙ্কের ১% রেপো রেট হ্রাসে বাড়ি কেনা আরও সস্তা, কলকাতায় ৫০ লক্ষ টাকার কম মূল্যের ফ্ল্যাটের বিক্রি বাড়ার আশায় রিয়েল এস্টেট সংস্থাগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে