কলকাতা
অতিমারির শিকল ভেঙে ঘরেই দক্ষ মৃৎশিল্পীর মতো জগদ্ধাত্রী প্রতিমা বানিয়ে ফেলল নবম শ্রেণির প্রীতাংশু
লকডাউন মিটলেও খোলেনি স্কুল। বন্ধ টিউশন, খেলাধুলো। সেভাবে যোগাযোগ নেই সহপাঠী ও বন্ধুদের সঙ্গে।

কলকাতা : লকডাউনে যখন বড়দের হাঁসফাঁস অবস্থা তখন ছোটদের অবস্থা তো বলাই বাহুল্য। লকডাউন মিটলেও খোলেনি স্কুল। বন্ধ টিউশন, খেলাধুলো। সেভাবে যোগাযোগ নেই সহপাঠী ও বন্ধুদের সঙ্গে। এই পরিস্থিতিতে ঘরবন্দি শিশুমন যে খাঁচাবন্দি পাখির মতো ছটফট করবে সেটাই স্বাভাবিক।
এমনই একটা ‘অসহ্য’ পরিস্থিতিতে ঘরেই নিজেকে ব্যস্ত রাখতে বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছে বাগবাজারের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র প্রীতাংশ (১৪)। পড়াশুনার বাইরে অবসর সময়ে সৃজনশীলতা চর্চাকেই বেছে নিয়েছে সে।

ছোটবেলা থেকেই হস্তশিল্পে আগ্রহী প্রীতাংশ। অবসর সময় পেলেই তুলি-কাঁচি নিয়ে বসে যায় নানা রকম জিনিস বানাতে।অভিভাবকদের উৎসাহ রয়েছে সর্বদা।
তাই করোনা আবহে সেই হস্তশিল্পকে হাতিয়ার করে নিজেকে ব্যস্ত রাখার রাস্তা খুঁজে পেয়েছে সে। জগদ্ধাত্রী পুজোর আগেই সে মাটি দিয়ে বানিয়ে ফেলেছে জগদ্ধাত্রীর প্রতিমা। তার কাজে রয়েছে দক্ষ মৃৎশিল্পীর ছোঁয়া।
খবর অনলাইনে আরও পড়তে পারেন : পারদের রেকর্ড পতন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, পানাগড়ে তাপমাত্রা দশের নীচে
কলকাতা
নারকেলডাঙার ছাগলপট্টিতে আগুন, হতাহতের খবর নেই
বাগবাজারের বস্তিতে আগুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আগুন লাগল শহরের এক বস্তিতে।

খবরঅনলাইন ডেস্ক: বাগবাজারের বস্তিতে আগুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের আগুন লাগল শহরের এক বস্তিতে। সপ্তাহের প্রথম দিনেই এই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে কয়েকটি ঘর।
সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ নারকেলডাঙার (Narkeldanga) ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগে। ঘিঞ্জি বসতি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। ওই ঝুপড়িগুলিতে মূলত ছাগল প্রতিপালন করা হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ঝুপড়িগুলি খালি ছিলই বলে জানা গিয়েছে। সেই কারণেই এই ঘটনার হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
একেবারে থানার উলটোদিকে ঘটনাটি ঘটায়, দ্রুত চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন ঘটনাস্থলে চলে আসে। শেষ পাওয়া খবরে, নিয়ন্ত্রণে এসে গিয়েছে আগুন।
স্থানীয়দের অভিযোগ খবর দেওয়ার অনেক পরে ঘটনাস্থলে আসে দমকল। যদিও সেই অভিযোগ মানতে চাননি দমকলের আধিকারিকরা।
আগুন লাগার কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এমনটা হতে পারে। তবে এর পিছনে কারোর কোনও ষড়যন্ত্র রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কৃষক আন্দোলনে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ আক্রান্ত সিংঘুতে, পাগড়ি খুলে মারধরের অভিযোগ
কলকাতা
কালীঘাটে বস্তা ভরতি পোড়া টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দিনে দুপুরে কারা প্রকাশ্য রাস্তায় বস্তা ভরতি পোড়া টাকা ফেলে রেখে গেল?

কলকাতা: রবিবার দুপুরে কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ঘটনায় প্রকাশ, মুখার্জিঘাটে ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, বস্তা ভরতি পোড়া টাকা দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। পোড়া নোটের মধ্যে থেকে ভালো টাকা কুড়োতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, এখন সেটাই খতিয়ে দেখছে কালীঘাট থানার পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সব টাকাই কোনো না কোনো অংশে পুড়ে গিয়েছে। সবই আসল টাকা। বস্তার মধ্যে ছিল ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নোট।
আরেক বাসিন্দা জানান, আগুন জ্বালিয়ে বস্তার নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। মুখে মুখে সেই খবর খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এর পর এলাকায় ভিড় বাড়তে থাকে ক্রমশই।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কালীঘাট থানার পুলিশ। পোড়া টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়। তবে কে বা কারা এ ভাবে টাকা ফেলে গেল, তা নিয়ে রহস্য এখনও কাটেনি। পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আরও পড়তে পারেন: ১ ফেব্রুয়ারি থেকে স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করবে রেল? সত্য জানুন এখানে
কলকাতা
বিড়ম্বনা কাটাতে মুখ্যমন্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন প্রধানমন্ত্রীর
“বাংলার পুণ্যভূমি দেশকে দেশপ্রেম শিখিয়েছে”, বলেন মোদী।

খবরঅনলাইন ডেস্ক: ‘জয় শ্রী রাম’ স্লোগানের জেরে ভিক্টোরিয়ার মঞ্চে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতে যে বিজেপি শিবির প্রবল বিড়ম্বনায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই বিড়ম্বনা কাটাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর পর নেতাজিকে নিয়ে বলতে শুরু করেন মোদী। শুরুতেই তিনি বলেন, “বাংলার পুণ্যভূমি দেশকে দেশপ্রেম শিখিয়েছে।” প্রধানমন্ত্রী যোগ করেন, “নেতাজির অনুপ্রেরণায় দেশ এগিয়ে যাচ্ছে। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা চাই না, স্বাধীনতা ছিনিয়ে নেব। নেতাজি আমাদের প্রেরণা, দেশের পরাক্রমের প্রতিমূর্তি। এই মহাপুরুষকে কোটি কোটি প্রণাম করছি, স্যালুট জানাচ্ছি।”
নেতাজি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ দিন বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনলেই মনে শক্তিসঞ্চার হয়। কলকাতা ছিল নেতাজির কর্মভূমি।”
মোদী আরও যোগ করেন, “দেশ সর্বদা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। নেতাজি বলতেন, আমাদের কেবল একটা ইচ্ছা থাকা উচিত। আমাদের ইচ্ছে থাকলেই ভারত এগিয়ে যাবে। আত্মনির্ভর হবে এ দেশ। উনি বলতেন, স্বাধীন ভারতের স্বপ্ন কখনও হারিও না। এমন কোনো শক্তি নেই যে ভারতকে আত্মনির্ভরত ভারত গড়া থেকে রুখবে।”
এ দিন নেতাজির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, এস এন বোস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়দের নামও নেন মোদী।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সুক্ষ রাজনৈতিক চাল চাললেন মোদী।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
নেতাজি জয়ন্তীতে ‘জয় শ্রী রাম!’ ভিক্টোরিয়ার মঞ্চে উঠেও বক্তৃতা দিলেন না ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী
-
হাওড়া3 days ago
বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
-
বিনোদন3 days ago
বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের, সঙ্গে সানি দেওল
-
প্রবন্ধ2 days ago
‘কয়েকটা টাকার বিনিময়ে নেতাজির স্মৃতি ধুলোয় মিশিয়ে দেব?’, বলেছিলেন পদমবাহাদুর
-
বাংলাদেশ3 days ago
টাঙ্গাইলে জেলাশাসকের মানবিক উদ্যোগ, শীতবস্ত্র ও কম্বল বিতরণ