আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে উত্তাল হল কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজও। সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা করেছেন ন্যাশনালের ছাত্রছাত্রীদের একাংশ। ইতিমধ্যেই অধ্যক্ষের ঘরে তালা ঝোলানো হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
সোমবার সকালেই আরজি করের অধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা করেছিলেন সন্দীপ। তবে সেই পদত্যাগের পরপরই সন্দীপকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্যভবন। এর ফলে আগের অধ্যক্ষ অজয়কুমার রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্যভবনে, যেখানে তিনি ওএসডি পদে কাজ করবেন। আরজি করের নতুন অধ্যক্ষ হিসাবে সুহৃতা পালকে নিয়োগ করা হয়েছে।
চাপের মুখে পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ
সন্দীপ ঘোষের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিক্ষোভ শুরু হয়। ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা সন্দীপকে নতুন অধ্যক্ষ হিসাবে মানতে রাজি নন। আরজি করের প্রাক্তন ছাত্র সন্দীপের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল, যার ফলে তাঁকে একাধিকবার বদলি করা হলেও তিনি বারবার ফিরেছিলেন আরজি করে।
গত কয়েকদিনে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনা সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্কের মাত্রা আরও বাড়িয়েছে। তাঁর পদত্যাগের পরও ন্যাশনাল মেডিক্যাল কলেজে তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা সন্দীপকে কোনওভাবেই মেনে নেবেন না।