কলকাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে, তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবং সবার সুরক্ষার দাবিতে রামকৃষ্ণ মিশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রাক্তনীরা রবিবার দুপুরে গোলপার্কে রামকৃষ্ণ মিশনে ইনস্টিটিউট অফ কালচারের সামনে থেকে মিছিল বের করে।
মিশনের প্রাক্তনীরা তাঁদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিয়ে মিছিলে যোগ দেন। শঙ্খধ্বনি করে মিছিলের সূচনা হয়। গোলপার্ক থেকে গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, ভবানীপুর হয়ে নন্দনচত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের উদ্যোক্তারা অনুরোধ করেছিলেন মিছিলে কালো পোশাক পরে যোগ দিতে। যেহেতু কালো প্রতিবাদের রং, কালো শোকের রং, তাই এই অনুরোধ। মিছিলে যোগদানকারীরা মোটামুটি চেষ্টা করেছেন ড্রেস কোড মেনে চলতে।
মিছিল ছিল মৌন। তবে মিছিলের থিম ছিল – “আমরা বাকরুদ্ধ, আমরা মৌন নই।” মিছিলকারীদের দাবি কী তা তাঁদের হাতে ধরা বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড, পোস্টার এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছিল।
কী কী করা যাবে না তা উদ্যোক্তারা জানিয়ে দিয়েছিলেন – কোনোরকম রাজনৈতিক স্লোগান বা পতাকা বহন করা যাবে না, কোনোরকম স্লোগান দেওয়া যাবে না, কোনো বিশেষ দল, ব্যক্তিকে টার্গেট করে কোনো পোস্টার নেওয়া যাবে না এবং কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না। এই নির্দেশ মেনেই মিছিল হয়।

গ্র্যান্ড হোটেলের সামনে অভয়া ক্লিনিক। ছবি: রাজীব বসু।
ধর্মতলায় অভয়া ক্লিনিক
আর জি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনাকে ঘিরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে। মানুষের সেই অভিযোগের কিছুটা সুরাহা করতে জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে ক্লিনিক খুলেছেন। নাম দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’। এই ক্লিনিকের মাধ্যমে তাঁরা নিখরচায় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন।
আরও পড়ুন
‘তিলোত্তমা’র বিচার চেয়ে প্রতিবাদ মিছিল চলছে, যুবভারতীর গ্যালারিতেও প্রতিবাদী ব্যানার